২০২৪ নির্বাচনের বছর, ভোটের লড়াই ৭০ দেশে

ইরানের তেহরানে ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন একজন নারী ভোটার
ছবি: রয়টার্স

বিশ্বের মোট জনসংখ্যা ৮০০ কোটির বেশি। এর মধ্যে এ বছর ৩৫০ কোটির বেশি মানুষের দেশে হয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, নয়তো হবে। এসব দেশের ভোটাররা বেছে নেবেন নিজেদের পছন্দের নেতা, রাষ্ট্রপ্রধান কিংবা সরকারপ্রধান, শাসনব্যবস্থা। তাই তো ২০২৪ সালকে বলা হচ্ছে বিশ্বজুড়ে নির্বাচনের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর।

ভারত থেকে রাশিয়া, ইন্দোনেশিয়া থেকে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকা, তাইওয়ান থেকে পর্তুগাল—এ বছর হয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, নয়তো হতে চলেছে।
ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস (আইএফইএস) বলছে, ২০২৪ সালে বিশ্বজুড়ে ৭০টির বেশি দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর টাইম সাময়িকীর প্রতিবেদনের তথ্য, যেসব দেশে ২০২৪ সালে নির্বাচন হবে, সেসব দেশের সম্মিলিত জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪৯ শতাংশ।

আসুন একঝলকে এ বছর কবে, কোন দেশে গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে, তা দেখে নিই—

বছরের শুরুতেই নির্বাচন

বছরের শুরুতে, অর্থাৎ ৭ জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। এই নির্বাচনে জয় পায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এর মধ্য দিয়ে শেখ হাসিনা সব মিলে পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হন।

এরপর ১৩ জানুয়ারি তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন হয়। প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) লাই চিং-তে জয়ী হন। তাইওয়ানের স্বাধীনতার পক্ষে শক্ত অবস্থান নিয়ে আসছে ডিপিপি।

ফিনল্যান্ডে ২৮ জানুয়ারির পার্লামেন্ট নির্বাচনে মধ্য ডানপন্থী ন্যাশনাল কোয়ালিশন পার্টি (এনসিপি) সবচেয়ে বেশি আসনে জয় পায়। তবে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় দেশটিতে জোট সরকার ক্ষমতায় বসে। এর আগে গত ৯ জানুয়ারি ভুটানে পার্লামেন্ট নির্বাচন, ১৪ জানুয়ারি কমরোসে প্রেসিডেন্ট নির্বাচন ও ২৬ জানুয়ারি টুভ্যালুতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

আলোচনায় ইন্দোনেশিয়া-পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ
ফাইল ছবি: এএফপি

গত ৮ ফেব্রুয়ারি জাতীয় পরিষদের নির্বাচন হয় পাকিস্তানে। এ নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পাকিস্তান পিপলস পার্টিসহ (পিপিপি) কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে জোট গড়ে ক্ষমতায় গেছে নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। প্রধানমন্ত্রী হয়েছেন পিএমএল-এনের নেতা শাহবাজ শরিফ। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ভোটের লড়াই থেকে দূরে রাখায় পাকিস্তানের এবারের নির্বাচন আলোচনার কেন্দ্রে ছিল।

এবিসি নিউজের প্রতিবেদনের তথ্য, এক দিনে সবচেয়ে বেশি মানুষের ভোট দেওয়ার দিন ছিল গত ১৪ ফেব্রুয়ারি। এদিন ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হয়। দেশটিতে নিবন্ধিত ভোটার ছিলেন ২০ কোটি ৫০ লাখ। প্রেসিডেন্ট জোকো উইদোদোর সমর্থিত প্রার্থী প্রাবোও সুবিয়ান্তো জয়ী হন।

ফেব্রুয়ারিতে আজারবাইজান, এল সালভাদর ও সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচন, কম্বোডিয়ায় সিনেট নির্বাচন এবং বেলারুশে পার্লামেন্ট নির্বাচন হয়েছে। এ মাসে মালিতে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা থাকলেও দেশটির জান্তা সরকার তা স্থগিত করেছে।

আরও পড়ুন

পর্তুগালে মধ্য ডানপন্থীদের জয়

সর্বশেষ সাধারণ নির্বাচন হয়েছে গত রোববার (১০ মার্চ), পর্তুগালে। এ নির্বাচনে বিজয় দাবি করেছে মধ্য ডানপন্থী ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এডি)। তবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। জোট গড়ে সরকার গঠন করতে হবে দলটিকে। নির্বাচনে প্রধান দুই প্রতিপক্ষ মধ্য ডানপন্থী ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এডি) ও মধ্য বামপন্থী সমাজতান্ত্রিক পার্টি (পিএস) প্রায় ২৯ শতাংশ করে ভোট পেয়েছে।

এরপর রাশিয়ায়

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
ফাইল ছবি: এএফপি

রাশিয়ায় সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৮ সালে। তখন প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হন ভ্লাদিমির পুতিন। ১৯৯৯ সাল থেকে পুতিন ক্ষমতায় আছেন। কখনো প্রধানমন্ত্রী হিসেবে, কখনো রাষ্ট্রপ্রধানের পদে। আগামী ১৫ থেকে ১৭ মার্চ রাশিয়ায় ভোট গ্রহণ হবে। বিশ্লেষকেরা বলছেন, পুতিন আবারও নির্বাচনের মধ্য দিয়ে ছয় বছরের জন্য দেশটির নেতৃত্ব নিজের হাতে রাখা নিশ্চিত করতে যাচ্ছেন।

নির্বাচন এমন সময় হতে যাচ্ছে, যখন সাবেক কেজিবির এজেন্ট পুতিনের আত্মবিশ্বাস প্রবল। এবার অবশ্য পুতিনের সঙ্গে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বলা হচ্ছে, ক্রেমলিন-অনুমোদিত প্রার্থীরা নির্বাচনকে প্রতিযোগিতার রূপ দিতে এই প্রার্থীদের অনুমোদন দিয়েছে।

যদিও সাম্প্রতিক সময়ে কারাগারে থাকা অবস্থায় পুতিনবিরোধী হিসেবে পরিচিত অ্যালেক্সি নাভালনির মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে সমালোচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন।

আরও পড়ুন

ইরান-ইউক্রেনে ভোট

ইরানে ১ মার্চ পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদের নির্বাচন হয়েছে। এবারের নির্বাচনে ভোট গ্রহণের হার কম হলেও রক্ষণশীলেরা তাঁদের ক্ষমতাকে আরও দৃঢ় করেছেন।

৩১ মার্চ ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে যুদ্ধরত দেশটির ভোটাররা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উত্তরসূরি বেছে নেওয়ার সুযোগ পাবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। দেশটিতে মার্শাল ল চলছে।

ভোটের লড়াইয়ে ভারত

বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বলা হয় ভারতকে। আগামী এপ্রিল-মে মাসে ভারতে লোকসভা নির্বাচন হতে যাচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ভালো অবস্থানে আছে বলে মনে করছেন অনেকেই। অন্যদিকে কংগ্রেস, তৃণমূল কংগ্রেসসহ অন্য বিরোধী দলগুলো বিজেপিকে মোকাবিলায় জোটবদ্ধ লড়াইয়ের কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছে।

আগামী ১০ এপ্রিল দক্ষিণ কোরিয়ায় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন উত্তর কোরিয়াতেও সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির ভোট হবে। ২৪ এপ্রিল নর্থ মেসিডোনিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হবে। এ মাসে সলোমন দ্বীপপুঞ্জে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

নজর ইউরোপীয় পার্লামেন্টে

আগামী ৬ থেকে ৯ জুন ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন। ইউরোপবাসী ভোটের মাধ্যমে ইইউ জোটের পার্লামেন্টের সদস্যদের বেছে নেবেন। ইইউর সদস্যসংখ্যা এখন ২৭। এ জোটের ভোটের লড়াই তাই বিশ্ববাসীর নজরে রয়েছে।

এর আগে মে মাসে মাদাগাস্কারে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। ৫ মে পানামায় প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন হবে। ১৯ মে ডমিনিকান প্রজাতন্ত্রে প্রেসিডেন্ট ও সিনেট নির্বাচন হবে। মে-আগস্টের মধ্যে দক্ষিণ আফ্রিকায় পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।

বাইডেন-ট্রাম্পের লড়াই

ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন
ফাইল ছবি: এএফপি

এ বছরের সবচেয়ে আলোচিত নির্বাচন হতে যাচ্ছে আগামী ৫ নভেম্বর। ওই দিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। সবকিছু ঠিক থাকলে ভোটের লড়াইয়ে নামবেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচিত ও সেই সঙ্গে তুমুল সমালোচিত একজন ব্যক্তি ট্রাম্প। বয়সের কারণে বাইডেনকে নিয়েও অনেকে সন্দিহান। তাই বিশ্বের মানুষ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন ভোটের ফল দেখতে। অন্যতম ক্ষমতাধর রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের পদে পালাবদল ঘটে, নাকি বাইডেনে আস্থা রাখেন মার্কিন ভোটাররা, এটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন

মেক্সিকোয় ভোট জুনে

আগামী ২ জুন মেক্সিকোয় নির্বাচনের দিন। এদিন দেশটিতে একসঙ্গে প্রেসিডেন্ট, সিনেট ও পার্লামেন্টের নিম্নকক্ষ ভোট হবে। একই মাসে (৯ জুন) বেলজিয়ামে পার্লামেন্ট নির্বাচন। আইসল্যান্ডে ১ জুন ও মৌরিতানিয়ায় ২২ জুন প্রেসিডেন্ট নির্বাচন হবে। এ মাসে মঙ্গোলিয়ায় পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা।

অন্যদিকে আগামী ১৫ জুলাই আফ্রিকার দেশ রুয়ান্ডায় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। ২৯ সেপ্টেম্বর অস্ট্রিয়ায় পার্লামেন্ট নির্বাচন।

বছর শেষে বহু নির্বাচন

অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে উজবেকিস্তানে পার্লামেন্ট নির্বাচন হওয়া কথা। আগামী ৯ অক্টোবর মোজাম্বিকে প্রেসিডেন্ট নির্বাচন হবে। আফ্রিকার দেশ চাদ ও বতসোয়ানায় অক্টোবরে হতে পারে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন। আর ২৬ অক্টোবর জর্জিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হবে। পরদিন ২৭ অক্টোবর উরুগুয়েতে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন।

জর্ডান, মলদোভা ও রোমানিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হবে নভেম্বর-ডিসেম্বরে। আগামী ১২ নভেম্বর পালাউয়ে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন হবে।

আগামী ডিসেম্বরে সান মারিনোয় পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা। একই মাসে দক্ষিণ সুদানে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন হবে। এই মাসে হবে আলজেরিয়া, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন। ডিসেম্বরে যুক্তরাজ্যের হাউস অব কমন্সের ভোট অনুষ্ঠিত হবে। ৭ ডিসেম্বর ঘানায় প্রেসিডেন্ট নির্বাচন হবে।

আরও পড়ুন

এখনো তারিখ হয়নি

এ বছর বেশ কয়েকটি দেশে নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে নির্বাচনের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। এর মধ্যে রয়েছে সিরিয়া ও মরিশাসে পার্লামেন্ট নির্বাচন, শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন, চেক প্রজাতন্ত্রে সিনেট নির্বাচন এবং স্লোভাকিয়া, ক্রোয়েশিয়া, নামিবিয়া, গিনি বিসাউ ও কিরিবাতিতে প্রেসিডেন্ট নির্বাচন।

তথ্যসূত্র: এবিসি নিউজ, টাইম ও সিএনএন

আরও পড়ুন
আরও পড়ুন