ইলন মাস্ককে গাজায় আমন্ত্রণ
ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা হামলার কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞ দেখতে বিশ্বের শীর্ষ ধনী ও যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্ককে ফিলিস্তিনের গাজা উপত্যকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন হামাস নেতা ওসামা হামদান। লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। হামদান বলেন, ‘গাজার মানুষের বিরুদ্ধে যে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়েছে, তা স্বচক্ষে দেখতে আমরা তাঁকে (ইলন মাস্ককে) আমন্ত্রণ জানাচ্ছি।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক গত মঙ্গলবার ইসরায়েল সফর করেন। গত ৭ অক্টোবর ইসরায়েলের যেসব এলাকায় হামাস হামলা চালিয়েছে, সেসব এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েল–বিদ্বেষ ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন মাস্ক। মাস্কের সফরের পরদিন হামাস নেতা তাঁকে গাজায় আমন্ত্রণ জানালেন।
সংবাদ সম্মেলনে হামাস নেতা বলেন, গত ৫০ দিনে গাজার নিরীহ জনগণের ওপর ৪০ হাজার টনের বেশি বিস্ফোরক নিক্ষেপ করেছে ইসরায়েল। তিনি বলেন, ‘ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে আহ্বান জানাই। পাশাপাশি বাইডেনকে অনুরোধ করব, তিনি যেন ইসরায়েলকে অস্ত্র দিয়ে সাহায্য করা বন্ধ করেন।’ গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের টানা হামলায় কয়েক হাজার মানুষ গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। তাঁদের উদ্ধার করতে সহায়তা পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন হামাস নেতা ওসামা হামদান।