বয়স ৩৬ বছর, উচ্চতা মাত্র ২ ফুট ৪ ইঞ্চি

বিশ্ব রেকর্ডের সনদ হাতে এডওয়ার্ড নিনো। ছবি: গিনেসের ওয়েবসাইট থেকে

কলম্বিয়ার রাজধানী বোগোটার বাসিন্দা এডওয়ার্ড নিনো। বয়স ৩৬ বছর। তবে উচ্চতা মাত্র ৭২ দশমিক ১০ সেন্টিমিটার বা ২ ফুট ৪ ইঞ্চির সামান্য বেশি। এই স্বল্প উচ্চতা তাঁকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দিয়েছে। নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। বিশ্বের সবচেয়ে খাটো মানুষের স্বীকৃতি এখন এডওয়ার্ডের দখলে।

গিনেস রেকর্ডসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৮৬ সালের ১০ মে কলম্বিয়ার বোগোটায় জন্ম নেন এডওয়ার্ড। ২০১০ সালের ১৩ এপ্রিল তাঁকে বিশ্বের সবচেয়ে খাটো মানুষের স্বীকৃতি দেওয়া হয়। ওই সময় এডওয়ার্ডের উচ্চতা ছিল ৭০ দশমিক ২১ সেন্টিমিটার বা ২ ফুট ৩ দশমিক ৬৪ ইঞ্চি।

পরবর্তী সময়ে এ স্বীকৃতি হারান এডওয়ার্ড। তাঁকে ছাপিয়ে বিশ্বের সবচেয়ে খাটো মানুষের স্বীকৃতি পান নেপালের খগেন্দ্র থাপা মাগার। ১৯৯২ সালের ১৪ অক্টোবর জন্ম নেওয়া খগেন্দ্রর উচ্চতা ছিল ৬৭ দশমিক শূন্য ৮ সেন্টিমিটার বা ২ ফুট ২ দশমিক ৪১ ইঞ্চি। খগেন্দ্র এখন বেঁচে নেই। ২০২০ সালের ১৭ জানুয়ারি মাত্র ২৭ বছর বয়সে নেপালে তাঁর মৃত্যু হয়।

খগেন্দ্রর মৃত্যুর পর ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি বিশ্বের সবচেয়ে খাটো ব্যক্তির স্বীকৃতি আবার ফিরে পান এডওয়ার্ড। তবে এ সময়ের মধ্যে তাঁর উচ্চতা কিছুটা বেড়েছে। এখন তাঁর উচ্চতা ২ ফুট ৪ ইঞ্চির কিছু বেশি।

সম্প্রতি এডওয়ার্ডকে নিয়ে গিনেসের ওয়েবসাইটে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, মাত্র চার বছর বয়সে এডওয়ার্ডের পরিবারের সদস্যরা বুঝতে পারেন যে তিনি অন্যান্য শিশুর মতো স্বাভাবিক নন। আর দশটা শিশুর মতো এডওয়ার্ডের উচ্চতা বাড়ছে না। এরপর নানা চিকিৎসার পর নিশ্চিত হওয়া যায়, এডওয়ার্ডের স্বাভাবিক বৃদ্ধি ঘটছে না। স্বল্প উচ্চতা নিয়েই তাঁকে জীবন কাটাতে হবে। তবে নিজের কম উচ্চতার জন্য এডওয়ার্ডের মনে কোনো খেদ নেই; বরং এত কম উচ্চতার জন্য বিশ্ব রেকর্ড গড়তে পারায় তিনি ভীষণ খুশি। সংবাদমাধ্যমকে এডওয়ার্ড বলেন, জীবনকে উপভোগ করছেন তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। অবসরে ব্যায়াম করতে ও নতুন নতুন

শব্দ শিখতে পছন্দ করেন তিনি। তবে পেশাগত জীবনে এডওয়ার্ড একজন নৃত্যশিল্পী ও মডেল। নাচ তাঁর ধ্যানজ্ঞান, শখের কাজ। নাচতে খুব ভালোবাসেন তিনি।