ইমরান খান
ছবি: রয়টার্স ফাইল ছবি

পাকিস্তানের জাতীয় পরিষদে গতকাল শনিবার দিবাগত রাতে অনুষ্ঠিত অনাস্থা ভোটে হেরে যান ইমরান খান। পাকিস্তানে অনাস্থা ভোটের মধ্য দিয়ে কারও প্রধানমন্ত্রিত্ব হারানোর ঘটনা এটিই প্রথম। এর আগে দেশটির কয়েক প্রধানমন্ত্রী পার্লামেন্টে অনাস্থা ভোটের মুখোমুখি হলেও তাঁরা টিকে গিয়েছিলেন।

জিয়ো নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের ২৫ জুলাই অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ১৪৯ আসনে জয় পেয়েছিল পিটিআই। তখন পিএমএল-কিউ, এমকিউএম-পি ও বিএপির সঙ্গে জোট গড়ে সরকার গঠন করেছিলেন ইমরান।

আরও পড়ুন

সেনাপ্রধান বাজওয়াকে কি সরাতে চেয়েছিলেন ইমরান

২০১৮ সালের ১৮ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হয় ২০২২ সালের ১০ এপ্রিল (৯ এপ্রিল দিবাগত রাতে)। আর এর মধ্য দিয়ে তাঁর প্রধানমন্ত্রিত্বের অবসান হয়।

সব মিলে ইমরান খান ১ হাজার ৩৩২ দিন ক্ষমতায় ছিলেন। ২০১৮ সালের যেদিন (১৮ আগস্ট, ২০১৮) তিনি দায়িত্ব নিয়েছিলেন, সেদিন ছিল শনিবার। আর তিনি প্রধানমন্ত্রিত্ব হারালেন ১০ এপ্রিল রোববার (শনিবার দিবাগত রাত)।

আরও পড়ুন

ইমরানকে সরানোর পেছনে কারা, যা বলল যুক্তরাষ্ট্র

ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া এ নেতা ৩ বছর ৭ মাস ২৩ দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ ৪৩ মাস ২৩ দিন ক্ষমতায় টিকে ছিলেন তিনি।

আরও পড়ুন

ইমরান প্রধানমন্ত্রী হিসেবে শেষ যে আদেশ দিয়েছিলেন