পাকিস্তানের করোনা শনাক্ত বেশি অ্যাবোটাবাদে  

পাকিস্তানের করোনা শনাক্তের অনুপাতে অ্যাবোটাবাদ, রাওয়ালপিন্ডি, করাচি ও হায়দরাবাদ সবার চেয়ে এগিয়ে
ছবি: এএফপি

পাকিস্তানে করোনায় আক্রান্ত হয়ে গতকাল শনিবার পর্যন্ত ৮ হাজার ৩৬১ জনের মৃত্যু হয়েছে। ৪ লাখ ১৬ হাজার ৪৯৯ জন করোনা শনাক্ত হয়েছেন, সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৫ হাজার ১২ জন। শনিবার দেশটিতে মৃত্যু হয়েছে ৪৩ জনের। আর আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১১৯ জন। দেশটিতে কোভিড-১৯–এর শনাক্তের অনুপাতে এগিয়ে আছে অ্যাবোটাবাদ, রাওয়ালপিন্ডি, করাচি ও হায়দরাবাদ। প্রতি ১০০টি নমুনার ফলাফলের ভিত্তিতে এ তালিকা করা হয়েছে।

পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের খবরে বলা হয়েছে, পাকিস্তানে সক্রিয় করোনা শনাক্তের সংখ্যা ৫২ হাজার ৩৫৯। এর মধ্যে ৩ হাজার ১ জন হাসপাতালে ভর্তি। আর ৩৩৭ জন ভেন্টিলেটরে আছেন।

দেশটিতে টেস্টের পর করোনার গড় শনাক্তের হার ৭ দশমিক ৫৯ শতাংশ। তবে অ্যাবোটাবাদে এ সংখ্যা ১৭ দশমিক ৫৭ শতাংশ। শনাক্তে দ্বিতীয় স্থানের থাকা রাওয়ালপিন্ডির হার ১৫ দশমিক ২৬ শতাংশ, তৃতীয় স্থানে থাকা করাচিতে শনাক্তের হার ১৪ দশমিক ৩১ শতাংশ ও হায়দরাবাদের এ সংখ্যা ১২ দশমিক ১৩ শতাংশ। এরপর আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীরে ১১ দশমিক ২৪ শতাংশ, সিন্ধে ১০ দশমিক ৭৪ শতাংশ, বেলুচিস্তানে ১০ দশমিক ৪৬ শতাংশ, খাইবারপাখতুন খাওয়ায় ৯ দশমিক ৬৮ শতাংশ, ইসলামাবাদে ৫ দশমিক ২৭ শতাংশ, পাঞ্জাবে ৪ দশমিক ১৫ শতাংশ এবং গিলগিট বালটিস্তানে ৩ দশমিক ৯২ শতাংশ করোনা শনাক্ত হয়েছে।