তোশাখানা মামলায় ইমরান খানের বিরুদ্ধে জারি থাকা গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন গতকাল বৃহস্পতিবার নাকচ করেন ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক। এ অবস্থায় ইমরান খানের আইনজীবীরা আদালতে মুচলেকা দিয়ে বলেছেন, পিটিআই প্রধান ১৮ মার্চ আদালতে হাজির হবেন।

গত বছর অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর তাঁর বিরুদ্ধে কয়েক ডজন মামলা হয়েছে। তিনি আগাম নির্বাচনের দাবিতে আন্দোলন করছেন।