খবর পড়ছিলেন, ভূমিকম্পে কেঁপে উঠল স্টুডিও, অতঃপর....

ভূকম্পন অনুভূত হচ্ছে। কাঁপছে পুরো স্টুডিও। এর মধ্যেই খবর পড়ছেন পাকিস্তানের একজন সংবাদ উপস্থাপক
ছবি: টুইটার থেকে নেওয়া

সময়টা গত মঙ্গলবার রাতের। ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের বড় একটা অংশ। নিহত হন বেশ কয়েকজন। ওই ভূমিকম্পের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে বিভিন্ন ভবন কেঁপে উঠে এবং আতঙ্কিত মানুষদের ছোটাছুটি করতে দেখা গেছে।

তবে এসব ভিডিওর মধ্যে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ শোরগোল ফেলেছে। ভিডিওটি মাত্র ৩১ সেকেন্ডের। তাতে দেখা যাচ্ছে, একটি সংবাদ চ্যানেলের স্টুডিওতে খবর পড়ছেন একজন সংবাদ উপস্থাপক। ওই সময় হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো স্টুডিও।

ভিডিওতে দেখা যায়, ওই সংবাদ উপস্থাপকের পেছনে থাকা টিভি স্ক্রিন ও অন্যান্য যন্ত্রপাতি ভয়াবহভাবে দুলছে। দুলছেন সংবাদ উপস্থাপক নিজেও। কিন্তু এর মধ্যেও ঘাবড়ে যাননি ওই উপস্থাপক। দায়িত্বের প্রতি অবিচল থেকে খবর পড়ে যান তিনি।

জানা গেছে, ভিডিওটি পাকিস্তানের পেশোয়ারের। সেখানকার মাশরিক টিভির স্টুডিওতে এই ঘটনা ঘটে। এটি পশতু ভাষার দর্শকপ্রিয় একটি টিভি চ্যানেল।

টুইটারে এই ভিডিও শেয়ার করেছেন অনেকেই। ইনাম আজল আফ্রিদি নামের একজন ভিডিওটি আপলোড করে লেখেন, ভূমিকম্পের সময় পশতু চ্যানেল মাশরিক টিভির ভিডিও এটি। ভূমিকম্প হচ্ছে, সেই সঙ্গে অবিচলভাবে খবর পড়ছেন সাহসী সংবাদ উপস্থাপক।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পেশোয়ার থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ–পূর্বে, পাকিস্তান–তাজিকিস্তান সীমান্তসংলগ্ন আফগান জুরম শহরে। এর গভীরতা ছিল ১৮৭ কিলোমিটার।

ভূমিকম্পে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, কোয়েটা, পেশোয়ারসহ বিভিন্ন শহর ভূমিকম্পে কেঁপে ওঠে। আফগানিস্তানের কাবুল, ভারতের দিল্লি ও কাশ্মীর থেকেও এ কম্পন অনুভূত হয়।