পাকিস্তানে তেলবাহী পিকআপের সঙ্গে ধাক্কা খেয়ে বাসে আগুন, নিহত ১৬

ডিজেল ড্রামবাহী পিকআপ ভ্যানটির সঙ্গে ধাক্কা লাগার পরপরই বাসটিতে আগুন ধরে যায়
ছবি: টুইটার

পাকিস্তানে ডিজেল ড্রাম বহনকারী একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাকা লাগার পর একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। আজ রোববার ভোরে পিন্ডি ভাট্টিয়ানের কাছে ফয়সালাবাদ সড়কে এ ঘটনা ঘটে। এতে বাস ও পিকআপের চালকসহ ১৬ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

উদ্ধারকর্মীরা বলেছেন, বাসটিতে ৩৫-৪০ যাত্রী ছিল। এটি করাচি থেকে ইসলামাবাদের দিকে যাচ্ছিল।

স্থানীয় মেডিকেল সুপার বলেন, আহত ব্যক্তিদের পিন্ডি ভাট্টিয়ান এবং ফয়সালাবাদ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন

জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ফাহাদ বলেন, ভোর চারটায় পিন্ডি ভাট্টিয়ান ইন্টারচেঞ্জের কাছে ঘটনাটি ঘটেছে। তিনি বলেন, ডিজেল ড্রামবাহী পিকআপ ভ্যানটির সঙ্গে ধাক্কা লাগার পরপরই বাসটিতে আগুন ধরে যায়।

ঘটনাস্থলের কাছে উপস্থিত থাকা মানুষেরা বাসটির জানালা ভেঙে যাত্রীদের বের করে আনেন। আহত ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে।

পাকিস্তানে মাঝেমধ্যেই এমন বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। গত জুলাইয়ে পাঞ্জাবের রাজনপুর জেলার ফাজিলপুর এলাকায় বাস উল্টে ৫ জন নিহত এবং ২০ জন আহত হন।

এর কয়েক দিন আগে বাবুসার টপের কাছে গীতি দাস এলাকায় একটি পর্যটক বাস খাদে পড়ে আগুন ধরে যায়। এ ঘটনায় আটজনের প্রাণহানি হয়।

এরও আগে গত ১৬ জুলাই থালিচি এলাকায় একই রকম একটি দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে।

জুন মাসে কাল্লার কাহার এলাকার কাছে ইসলামাবাদ-লাহোর সড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে ১২ জন নিহত এবং ২৪ জন আহত হন।