দলকে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে বললেন ইমরান
রাজনৈতিক সমঝোতার লক্ষ্যে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে নেতা-কর্মীদের নির্দেশ দিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত আদালতে দলের জ্যেষ্ঠ নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাতে তিনি এ নির্দেশ দেন। দলটির শীর্ষ এক কর্মকর্তা গতকাল বুধবার দেশটির গণমাধ্যমে এ কথা বলেছেন।
পিটিআইয়ের চেয়ারম্যান গওহর আলী খান আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা সরকার গঠিত কমিটির সঙ্গে আলোচনা চালিয়ে যেতে বলেছেন। এ ছাড়া কমিটির কাছে দলের দাবিদাওয়া তুলে ধরতে ও লিখিতভাবে জমা দিতে বলেছেন।
গওহর আলী খান ছাড়াও পিটিআই নেতা আলী জাফর ও শর আফজাল মারওয়াত ইমরানের সঙ্গে সাক্ষাৎ করেন।
সরকার ও পিটিআইয়ের মধ্যে চলমান আলোচনার ভবিষ্যৎ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, ইমরান খানের সঙ্গে পিটিআই নেতাদের সাক্ষাতের পর তা কেটে গেছে। ইমরান খানের সঙ্গে দলের নেতাদের সাক্ষাৎ না হওয়ায় এ আলোচনা নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছিল। পিটিআই জানিয়েছিল, ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ ছাড়া তারা দাবিদাওয়া জানাবে না। তাদের অভিযোগ ছিল, আদিয়ালা কারাগারে বন্দী তাদের নেতা ইমরান খানের সঙ্গে দেখা করতে দিচ্ছে না সরকার।
টানা রাজনৈতিক লড়াইয়ের পর সরকার ও পিটিআই গত ২৭ ডিসেম্বর ও ২ জানুয়ারি দুই দফা আলোচনা করেছে। কিন্তু পিটিআই এ সময় কোনো লিখিত দাবি জানায়নি। সর্বশেষ বৈঠকে পিটিআই তাদের দাবিদাওয়া লিখিতভাবে জানাবে বলে সিদ্ধান্ত হয়। ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর পরবর্তী আলোচনা হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
পিটিআইয়ের পক্ষ থেকে দলটির নেতা ইমরান খান ও তাঁর কর্মী-সমর্থকদের মুক্তি দেওয়ার দাবি করা হচ্ছে। একই সঙ্গে গত ২৬ নভেম্বর পিটিআইয়ের বিক্ষোভের সময় যে দাঙ্গা সৃষ্টি হয়েছিল, তা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন করার দাবি জানানো হচ্ছে।
এদিকে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) আদিয়ালা কারাগারে পৃথক এক মামলায় শুনানি নিয়ে ইমরান খানের শারীরিক পরীক্ষা ও ছেলের সঙ্গে কথা বলার সুযোগের বিষয়টি অনুমোদন দিয়েছেন।