ইমরানকে ছাড়াই নির্বাচনের পথে পাকিস্তান

পার্লামেন্ট বিলুপ্তির তিন দিনের মধ্যে নতুন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করতে হবে।

ইমরান খান
ছবি: রয়টার্স ফাইল ছবি

পাকিস্তানে আগামী জাতীয় নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি শুরু হচ্ছে। গতকাল বুধবার স্থানীয় সময় রাতে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদ বিলুপ্ত হওয়ার কথা। পরিষদ বিলুপ্ত হওয়ার পর অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। এই সরকারই জাতীয় নির্বাচনের সময় দায়িত্ব পালন করবে। ধারণা করা হচ্ছে, এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান অংশ নিতে পারবেন না।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন-এর খবরে বলা হয়েছে, গতকাল জাতীয় পরিষদে বিদায়ী ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এতে তিনি বলেন, ‘জ্বালানির মূল্যবৃদ্ধি, রাজনৈতিক বিশৃঙ্খল পরিস্থিতিসহ ভয়াবহ আর্থিক সংকট—আমি আমার ৩৮ বছরের রাজনৈতিক জীবনে এত কঠিন পরীক্ষার মুখোমুখি কখনো হইনি।’

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এর আগেই বলেছিলেন, তিনি গতকালই জাতীয় পরিষদ বিলুপ্ত করে দেবেন। এ জন্য গতকাল রাতেই প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে নোট পাঠাবেন। এরপর আজ বৃহস্পতিবার বিরোধী জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে শাহবাজ শরিফের। মূলত অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন, সেটা নিয়ে আলোচনা করতেই এই বৈঠক হবে।

পাকিস্তানের সংবিধান অনুসারে, নির্বাচিত সরকার দায়িত্ব ছাড়ার ৯০ দিনের মধ্যে পার্লামেন্ট নির্বাচন হতে হবে। এ ছাড়া পার্লামেন্ট বিলুপ্তির তিন দিনের মধ্যে নতুন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করতে হবে।

নির্বাচন পেছাতে পারে

এদিকে জাতীয় পরিষদ বিলুপ্তির ৯০ দিনের মধ্যেই নির্বাচন করার কথা থাকলেও এবারের নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই আশঙ্কার কথা অবশ্য শাহবাজ শরিফ ও তাঁর জোটসঙ্গীরাই বলেছেন।

দেশটির অন্যতম জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এখন কারাগারে রয়েছেন। ফলে অর্থনৈতিক সংকট ছাড়াও রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। এ ছাড়া জনশুমারির কারণেও নতুন জটিলতা শুরু হয়েছে। শুমারির নথি আসার পর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই তথ্যের ওপর ভিত্তি করে আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণ করতে হবে। এ জন্য সময়ের প্রয়োজন।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিভিত্তিক উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেন, এই সময় পেলে ইমরানবিরোধী জোট নিজেদের গুছিয়ে নেওয়ার সময় পাবে। তবে বাস্তবতা হলো, নির্বাচন দেরিতে হলে মানুষের মধ্যে ক্ষোভ বাড়বে এবং শাহবাজবিরোধীরাও নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ পাবে।

নির্বাচন প্রসঙ্গে পাকিস্তানভিত্তিক চিন্তক প্রতিষ্ঠান পাকিস্তান ইনস্টিটিউট অব লেজিসলেটিভ ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রান্সপারেন্সির প্রেসিডেন্ট আহমেদ বিলাল মেহবুব বলেন, আসছে নির্বাচন গুরুত্বপূর্ণ। কারণ, এই সরকার পাঁচ বছর মেয়াদে ক্ষমতা পাবে কাজ করার জন্য। অর্থনৈতিক সংকট মোকাবিলার জন্য তারা সময় পাবে।

হাঁপিয়ে উঠেছেন ইমরান

এদিকে কারাগারের ‘বসবাসের অনুপযোগী’ পরিবেশে হাঁপিয়ে উঠেছেন ইমরান খান। সেখানে তাঁর কক্ষে দিনের বেলা মাছি ওড়ে আর রাতে পোকামাকড়ের উৎপাত। তাই তাঁকে দ্রুত সেখান থেকে বের করতে উদ্যোগ নিতে আইনজীবীদের তাগাদা দিয়েছেন তিনি।

কারাগারে আইনজীবীর সঙ্গে দেখা হওয়ার পর পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী এমন কথা বলেন বলে কারাগারের একটি সূত্র জিও নিউজকে নিশ্চিত করেছে।

রাষ্ট্রীয় উপহার কেনাবেচা (তোশাখানা) দুর্নীতি মামলায় তিন বছরের সাজা হওয়ার পর গত শনিবার ইমরানকে লাহোরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সেদিনই তাঁকে আটক করে জেলে রাখা হয়। কারাগারের একটি সূত্র জিও নিউজকে বলেছে, জেলে ইমরান খান খুব কষ্টকর দিন কাটাচ্ছেন। এমন অবস্থায় কারাগারে নিজের আইনজীবীর সঙ্গে দেখা হওয়ার পর তিনি বলেন, ‘আমাকে এখান থেকে বের করুন। আমি জেলে থাকতে চাই না।’