আবার প্রেসিডেন্ট হতে পারেন জারদারি

আসিফ আলী জারদারিএএফপি (ফাইল ছবি)

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির বাবা ও দলের কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট হতে পারেন বলে আলোচনা চলছে। শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী পদে পিপিপির সমর্থনের বিনিময়ে আসিফ আলী জারদারিকে প্রেসিডেন্ট পদের জন্য সমর্থন দেওয়ার বিষয়ে রাজি হয়েছে পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন)।

এ বিষয়ে পিপিপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। তবে এক সংবাদ সম্মেলনে জারদারির প্রেসিডেন্ট হওয়া নিয়ে প্রশ্নের জবাবে বিলাওয়াল বলেছিলেন, ‘বর্তমানে দেশ জ্বলছে। এই আগুন যদি কেউ নেভাতে পারেন, তিনি হলেন আসিফ আলী জারদারি।’ আর আসিফ আলী জারদারি প্রেসিডেন্ট হচ্ছেন কি না সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে শাহবাজ শরিফ বলেছেন, ‘আপনাকে আমরা হতাশ করব না।’

আরও পড়ুন

পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) প্রেসিডেন্ট শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী করে দেশটিতে জোট সরকার গঠনের প্রস্তুতি চলছে। জোটের প্রধান দুই শরিক পিএমএল-এন ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সরকার গঠন নিয়ে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বৈঠকে বসার কথা রয়েছে। গতকাল বুধবার দুই পক্ষের মধ্যে বৈঠক হয়েছে। দুই দলের সমন্বয় কমিটিতে থাকা নেতারা ইসলামাবাদে এ বৈঠক করেন।

গতকালের বৈঠকের পর পিপিপির এক বিবৃতিতে বলা হয়, সমমনা দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো চূড়ান্ত করতে একমত হয়েছেন দুই দলের নেতারা।

পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি নতুন সরকারের মন্ত্রিসভায় তাঁর দলের অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে কয়েকটি সাংবিধানিক পদ নিয়ে দুই দলের নেতাদের মধ্যে আলোচনা চলছে।

আরও পড়ুন

সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্টের পাশাপাশি জাতীয় পরিষদের স্পিকার, পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের চেয়ারম্যান এবং চার প্রদেশের গভর্নরের পদ পেতে চায় পিপিপি।

শরিকদের মধ্যে জাতীয় পরিষদে তৃতীয় সর্বোচ্চ ১৭ আসন পাওয়া মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তানকে (এমকিউএম-পি) ছয়টি মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদ দেওয়ার প্রস্তাব দিয়েছে পিএমএল-এন। এগুলোর মধ্যে স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় রয়েছে।