পিটিআইয়ের সমাবেশের কাছে বোমা বিস্ফোরণ, নিহত ৪

পাকিস্তানের বেলুচিস্তানের প্রদেশের কোয়েটা শহরে মঙ্গলবার পিটিআইয়ের মিছিলে বোমা হামলার পর ঘটনাস্থলে যান নিরাপত্তাকর্মীরা। এ সময় সেখানে ভিড় করেন সাধারণ মানুষছবি: এএফপি

পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমাবেশের কাছে বোমা বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন। মঙ্গলবার দেশটির বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে এ ঘটনা ঘটে।

বেলুচিস্তানের পুলিশ কর্মকর্তা ফারহান জাহিদ বলেছেন, পিটিআইয়ের সমর্থকেরা মিছিল নিয়ে সমাবেশে যাচ্ছিলেন। কে বা কারা সমাবেশস্থলের অদূরে মোটরসাইকেলে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। তবে হামলাটি মিছিল লক্ষ্য করে চালানো হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

বিস্ফোরণে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন বেলুচিস্তানের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ওয়াসিম বেগ। আর এক বিবৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন তাদের দলের নেতা-কর্মী। আগামী ৮ ফেব্রুয়ারি জাতীয় পরিষদ নির্বাচনের আগে পিটিআইয়ের একজন প্রার্থীর সমর্থনে ওই মিছিল বের করা হয়েছিল।

এদিকে এই হামলার কিছুক্ষণ আগেই ইমরান খানকে ১০ বছরের কারাদণ্ডের সাজা দিয়ে রায় ঘোষণা করেন পাকিস্তানের একটি বিশেষ আদালত। রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় তাঁকে এ সাজা দেওয়া হয়েছে। পিটিআই নেতা শাহ মাহমুদ কুরেশিকেও একই মামলায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন

২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হয় ইমরান খানের নেতৃত্বাধীন সরকার। এরপর থেকেই তাঁর দল পিটিআইয়ের ওপর দমনপীড়ন চালানো হচ্ছে। দেওয়া হচ্ছে মামলা। শুধু ইমরানের বিরুদ্ধেই প্রায় দেড় শ মামলা রয়েছে। বর্তমানে তিনি তোশাখানা দুর্নীতি মামলায় তিন বছরের সাজা খাটছেন।