নওয়াজ শরিফ–আসিফ জারদারি বৈঠক

নওয়াজ শরিফ ও আসিফ আলী জারদারিফাইল ছবি

পাকিস্তানে সরকার গঠনের তোড়জোড় শুরু করেছেন নওয়াজ শরিফ। সাধারণ নির্বাচনের ফল ঘোষণা শেষ হয়নি। তবে এরই মধ্যে নওয়াজ জয়ের দাবি করেছেন। তিনি রাতেই তৃতীয় সর্বোচ্চ আসন পাওয়া পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ জারদারির সঙ্গে বৈঠক করেছেন।

পাকিস্তান নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৬৫টি আসনের মধ্যে ২৪১ আসনের ফল পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৯৮ আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাঁদের বেশির ভাগই ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী। এরপরই ৬৭ আসনে জয় পেয়েছে তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল। তৃতীয় অবস্থানে বিলাওয়াল ভুট্টো জারদারির দল পিপিপি। তাঁর দল পেয়েছে ৫১ আসন। এ ছাড়া এমকিউএম ১৫ আসনে এবং অন্যান্য দল ১০টি আসনে জয়ী হয়েছে।

শুক্রবার লাহোরে দলের প্রধান কার্যালয়ে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন নওয়াজ শরিফ। তিনি বলেন, ঐকমত্যের সরকার গঠনের জন্য তিনি তাঁর ছোট ভাই শাহবাজ শরিফকে পিপিপির আসিফ জারদারি, জমিয়ত উলেমা ইসলাম-ফজলের (জেইউআই-এফ) নেতা ফজলুর রেহমান এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তানের (এমকিউএম-পি) নেতা খালিদ মকবুল সিদ্দিকীর সঙ্গে কথা বলতে বলেছেন।

এরপরই খবর আসে নওয়াজ শরিফ নিজেই আসিফ জারদারির সঙ্গে বৈঠক করেছেন। পিপিপির সূত্রের বরাত দিয়ে প্রকাশিত ডন–এর প্রতিবেদনে বলা হয়, লাহোর দুই নেতার মধ্যে এই বৈঠক হয়েছে।

তবে ওই বৈঠকে আর কারা উপস্থিত ছিলেন বা কী আলোচনা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সরকার গঠনের প্রক্রিয়া নিয়েই আলোচনা হয়েছে বলে ধারণা করা হয়।
২০২২ সালে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরাতে পিপিপি ও পিএমএল-এন একসঙ্গে জোট করেছিল।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন