ইমরানকে নিজেদের তত্ত্বাবধানে চায় কেপির পিটিআই সরকার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানএএফপি ফাইল ছবি

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা কারাবন্দী ইমরান খানকে তাদের কাছে হস্তান্তর করার আহ্বান জানিয়েছে খাইবার পাখতুনখাওয়ার (কেপি) পিটিআই সরকার। গত মঙ্গলবার এক বিবৃতিতে পাঞ্জাবের প্রাদেশিক সরকারের প্রতি এ আহ্বান জানায় খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক সরকার।

গত সপ্তাহে পাঞ্জাব সরকার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী ইমরানের সঙ্গে সব ধরনের সাক্ষাতের ওপর দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীর তথ্য উপদেষ্টা মুহাম্মদ আলী সাইফ নিরাপত্তার ব্যবস্থা করতে না পারলে ইমরানকে তাঁদের কাছে হস্তান্তরের এ আহ্বান জানান।

বর্তমানে আদিয়ালা কারাগারে সাজা ভোগ করছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বিভিন্ন মামলায় তাঁর ৩১ বছরের সাজা হয়েছে।

১২ মার্চ এক নোটিশে পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগ ইমরানের সঙ্গে সব ধরনের সাক্ষাতের ওপর দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দেয়। নোটিশে বলা হয়, নিরাপত্তার কারণে আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করা, বৈঠক ও সাক্ষাৎকারের মতো সব ধরনের পরিদর্শন বন্ধ থাকবে। এ ছাড়া কারা চত্বরের বাইরে কাঁটাতারের বেড়া বসানোর নির্দেশনাও দেওয়া হয় ওই নোটিশে।

তবে পিটিআইয়ের নেতারা মনে করছেন, দলের প্রতিষ্ঠাতার সঙ্গে সাক্ষাতে বাধা দিতে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সাইফ বলেন, ‘নিরাপত্তা উদ্বেগের’ অজুহাতে বিধিনিষেধ আরোপের কারণে সব বন্দী সমস্যায় পড়েছেন।

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেত্রী মরিয়ম নওয়াজের নেতৃত্বাধীন পাঞ্জাব প্রাদেশিক সরকারের সমালোচনা করে সাইফ বলেন, নিজেদের অদক্ষতা এবং ইমরান খানকে ভয় পান বলে দুর্ভোগের মধ্যে ফেলার চেয়ে বন্দীদের তাঁদের কাছে হস্তান্তর করা হোক।

খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীর এই উপদেষ্টা আরও বলেন, পাঞ্জাবে কাজ করার চেয়ে ছবি তোলায় ব্যস্ত মরিয়ম নওয়াজ। অদক্ষতা আড়াল করতে পাঞ্জাবে নাটক মঞ্চস্থ করা হচ্ছে।

তবে পিটিআইয়ের অভিযোগ অস্বীকার করেছে পাঞ্জাব সরকার। তথ্যমন্ত্রী আজমা বুখারি বলেছেন, ইমরান খানের কোনো সুবিধা কেড়ে নিতে এই পদক্ষেপ নেওয়া হয়নি। মারাত্মক নিরাপত্তা হুমকি ছিল। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এর আগে ৭ মার্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আদিয়ালা কারাগারের মানচিত্র, বিস্ফোরকসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে। দেশটির সন্ত্রাস দমন বিভাগ (সিপিডি) এ কথা জানিয়েছে।