১৪ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে কেব্ল কার থেকে আটজন উদ্ধার
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকায় প্রায় ৯০০ ফুট উঁচুতে ঝুলন্ত কেব্ল কারে আটকে পড়া আটজনের সবাইকে উদ্ধার করা হয়েছে। প্রায় ১৪ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে মঙ্গলবার রাতে তাঁদের উদ্ধার করা হয়।
উদ্ধার ব্যক্তিদের মধ্যে ছয় শিশু রয়েছে। আটকে পড়া শিশুদের বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে। তারা কেব্ল কারে করে স্কুলে যাচ্ছিল।
এ উদ্ধার অভিযানে সামরিক বাহিনীর হেলিকপ্টারও ব্যবহার করা হয়েছে। রেসকিউ ১১২২ এবং পরে সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা সফলভাবে উদ্ধার অভিযান সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উদ্ধার অভিযান সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। সফল উদ্ধার অভিযানের জন্য সামরিক বাহিনীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কৃতিত্ব দেন তিনি।
এর আগে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাত্তাগ্রাম জেলার ডেপুটি কমিশনার তানভির উর রহমান বলেন, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে কেব্ল কারে করে শিশুরা স্কুলে যাচ্ছিল। এ সময় কেব্ল কারের একটি তার ছিঁড়ে যায়। এতে কেব্ল কারে থাকা শিশুসহ আট আরোহী আটকা পড়েন।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের প্রত্যন্ত ও পাহাড়ি অঞ্চলে বসবাসকারী অনেক শিশু স্কুলে যাওয়া-আসার জন্য কেব্ল কারের ওপর নির্ভর করে। তবে এগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ না করার অভিযোগ আছে।