ইমরানের ঘন ঘন আসা নিয়ে মানেকা-বুশরার মধ্যে ‘ঝগড়া’ হতো

ইমরান খানের সঙ্গে বুশরা বিবিফাইল ছবি: রয়টার্স

খাওয়ার মানেকা ও বুশরা বিবি তখন স্বামী-স্ত্রী। সে সময় তাঁদের বাড়িতে ঘন ঘন আসতেন ইমরান খান। এ নিয়ে মানেকা-বুশরার মধ্যে ঝগড়াঝাঁটি হতো। পরে মানেকা-বুশরার বিবাহবিচ্ছেদ হয়।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানের সঙ্গে বুশরার বিয়ে নিয়ে করা মামলায় গতকাল মঙ্গলবার ইসলামাবাদের একটি আদালতে এসব কথা বলেন মানেকার বাড়ির কর্মচারী মোহাম্মদ লতিফ।

লতিফ ছাড়াও এই মামলায় ইতিমধ্যে মানেকা, ইস্তেখাম-ই-পাকিস্তান পার্টির সদস্য আউন চৌধুরী ও নিকাহ পরিচালনাকারী মুফতি মুহাম্মদ সাঈদের বক্তব্য রেকর্ড করেছেন আদালত।

আরও পড়ুন

ডন আগে এক প্রতিবেদনে জানায়, গত ২৫ নভেম্বর ইমরান-বুশরার বিরুদ্ধে ইসলামাবাদ ইস্ট সিনিয়র সিভিল জজ কুদরতুল্লাহর আদালতে মামলাটি করেন মানেকা। মামলায় প্রতারণামূলক বিয়ে ও ব্যভিচারের অভিযোগ আনা হয়।

ডন আজ বুধবার জানায়, গতকাল একই আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেন লতিফ। বলেন, তিনি ৩৫ বছর ধরে মানেকার পরিবারকে সেবা দিচ্ছেন। মানেকা একজন শুল্ক কর্মকর্তা ছিলেন। চাকরির সুবাদে বিভিন্ন শহরে তাঁর কর্মস্থল (পোস্টিং) ছিল। তবে এই সময়কালে তাঁর পরিবার বেশির ভাগ সময় লাহোর ও ইসলামাবাদে ছিল।

লতিফ আদালতে বলেছেন, ২০১৫ সাল থেকে মানেকার বাড়িতে ইমরানের আসা-যাওয়া শুরু হয়। ইমরানের ঘন ঘন আসা নিয়ে মানেকা-বুশরার মধ্যে ঝগড়া হতো। ২০১৭ সালে মানেকা-বুশরার বিবাহবিচ্ছেদ হয়।

আরও পড়ুন

গতকাল আদালত বলেছেন, পরবর্তী শুনানিতে মামলাটির গ্রহণযোগ্যতা বিষয়ে যুক্তিতর্ক হবে।

বুশরার প্রথম স্বামী ছিলেন মানেকা। ১৯৮৯ সালে তাঁদের বিয়ে হয়েছিল। ডন আগের প্রতিবেদনে জানিয়েছিল, মানেকার অভিযোগ, তিনি ২০১৭ সালের ১৪ নভেম্বর বুশরাকে তালাক দেন। ইদ্দতকাল (অপেক্ষার সময়কাল) শেষ হওয়ার আগেই ২০১৮ সালের ১ জানুয়ারি বিয়ে করেন ইমরান ও বুশরা। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তাঁরা আবার বিয়ে করেন।

আরও পড়ুন