বিরল প্রজাতির মাছ ধরে রাতারাতি কোটিপতি পাকিস্তানি জেলে

বিরল প্রজাতির মাছ
রয়টার্সের প্রতীকী ছবি

পাকিস্তানের করাচি শহরের দরিদ্র এক জেলেপল্লিতে বাস হাজি বেলোচের। মাছ ধরে কোনোমতে দিনানিপাত করেন তিনি। তবে রাতারাতি বদলে গেছে তাঁর ভাগ্য। বিরল প্রজাতির বেশ কিছু মাছ ধরা পড়েছে তাঁর জালে। সেগুলো বিক্রি হয়েছে প্রায় সাত কোটি পাকিস্তানি রুপিতে।

হাজি বেলোচ ও তাঁর সহকর্মীরা গত সোমবার আরব সাগর থেকে এসব মাছ ধরেন। এই মাছ পরিচিত ‘গোল্ডেন ফিশ’ নামে। তবে স্থানীয়ভাবে সেটিকে ‘সোয়া’ মাছ বলা হয়। বলা হয়ে থাকে, মাছটির পেটের ভেতরে রোগবালাই সারানোর মতো বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ রয়েছে। তাই বিরল এ মাছটি অমূল্য বলে মনে করা হয়।

পাকিস্তানের জেলে সম্প্রদায়ের সংগঠনের নেতা মুবারাক খান বলেন, ‘মাছগুলো ধরার পর আজ শুক্রবার সকালে করাচি বন্দরে নিলামের জন্য নিয়ে আসা হয়েছিল। সব মাছ প্রায় ৭ কোটি রুপিতে বিক্রি হয়েছে।’

দামের বিষয়টি নিশ্চিত করেছেন হাজি বালোচও। তিনি বলেন, ‘আমরা করাচির উপকূলে মাছ ধরছিলাম। একপর্যায়ে আমাদের জালে এসব মাছ ধরা পড়ে। এতে আমাদের বিপুল লাভ হয়েছে। এই অর্থ আমি ও আমার সাত সহকর্মী ভাগ করে নেব।’

গোল্ডেন ফিশের ওজন ২০ থেকে ৪০ কেজি হয়ে থাকে। এগুলো দেড় মিটার পর্যন্ত লম্বা হয়। প্রজননের সময় মাছগুলো উপকূলের কাছাকাছি আসে। পূর্ব এশিয়ার দেশগুলোতে এই মাছের ব্যাপক চাহিদা রয়েছে। সেখানে চিকিৎসার কাজে ব্যবহারের পাশাপাশি মাছগুলো ঐতিহ্যগতভাবেও বেশ গুরুত্বপূর্ণ।