প্রেসিডেন্ট আলভির পার্লামেন্ট অধিবেশন না ডাকার সিদ্ধান্ত সঠিক: ইমরান খান

ইমরান খানফাইল ছবি: এএফপি

প্রেসিডেন্ট আরিফ আলভির জাতীয় পরিষদের অধিবেশন না ডাকার সিদ্ধান্তে অনড় থাকাকে সঠিক বলে মন্তব্য করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।

গতকাল সোমবার আদালিয়া কারাগারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। তিনি বলেন, তাঁর দল নির্বাচনে জয়ী হয়েছে। অথচ তাঁদের সংরক্ষিত আসন দেওয়া হচ্ছে না।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফ প্রেসিডেন্টকে পাশ কাটিয়ে গতকাল সোমবার নতুন পার্লামেন্টের অধিবেশন ডেকেছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি অধিবেশন ডাকতে অস্বীকৃতি জানানোর পর স্পিকার আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় অধিবেশন ডাকেন।

কারাবন্দী ইমরান খান সাংবাদিকদের বলেন, তাঁর দলকে শেষ করে দিতে ৯ মের ঘটনাকে ব্যবহার করা হয়েছে। দমনপীড়নে দল শেষ হয়ে যায়নি, বরং আরও শক্তিশালী হয়েছে।

ইমরান খান আন্তর্জাতিক অর্থ তহবিলকে (আইএমএফ) একটি চিঠি লেখা প্রসঙ্গেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, তাঁর এই চিঠি দেওয়াকে ‘দেশদ্রোহ’ বলা হচ্ছে।

ইমরান খান দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে না পারার বিষয়ে আফসোস করে বলেন, ‘আমি কারাগারের বাইরে কিছু লিখতে পারি না। আমি আইএমএফকে ওই চিঠি লেখার বিষয়ে নির্দেশনা দিয়েছি।’

পিটিআই নেতা বলেন, ‘আজ দলের নেতাদের সঙ্গে আলোচনার পর আইএমএফকে একটি চিঠি পাঠানো হবে।’

ইমরান বলেন, ওই চিঠিতে লেখা হবে, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা আসতে পারে না।