পাকিস্তানে সাবেক দুই সেনা কর্মকর্তার কারাদণ্ড
দেশদ্রোহী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগে পাকিস্তানে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের পদবি বাতিল করা হয়েছে।
গতকাল শনিবার দেশটির আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পাকিস্তান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর আদিল ফারুক রাজা ও ক্যাপ্টেন হাইদার রাজা মেহদি।
এর মধ্যে ফারুক রাজাকে ১৪ বছর ও হাইদার রাজাকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত অক্টোবর মাসের ৭ ও ৯ তারিখ সামরিক আদালতে তাঁদের এ বিচার হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
তবে এই দুজনের কেউই পাকিস্তানে নেই, তাঁরা বিদেশে অবস্থান করছেন। বিদেশে থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে তাঁরা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে সমালোচনামূলক বক্তব্য দিয়ে আসছেন। বিশেষ করে গত ৯ মে দেশটির সাবেক প্রেসিডেন্ট ইমরান খানকে গ্রেপ্তারের পর থেকে তাঁদের এ তৎপরতা আরও বেশি লক্ষ করা যাচ্ছে।