‘পরিস্থিতি আর খারাপ’ না করতে পিটিআইয়ের প্রতি বিলাওয়ালের আহ্বান

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি
ফাইল ছবি: রয়টার্স

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা-কর্মীদের  ‘পরিস্থিতি আর খারাপ’ না করতে ‘পরামর্শ’ দিয়েছেন। একই সঙ্গে তিনি দেশজুড়ে সহিংসতার হ্রাস টানতেও দলটির প্রতি আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার করাচিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই পরামর্শ ও আহ্বান জানান।

বিলাওয়াল বলেন, ‘পিটিআইয়ের উদ্দেশে আমি একমাত্র যে পরামর্শ দিতে পারি তা হলো, যা হয়েছে, তা হয়েছে। যে বা যারা এই সহিংসতায় জড়িত, তাদের প্রত্যেককে এর জবাব দিতে হবে।’

বিক্ষোভকারীদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী  বলেন, ‘পরিস্থিতি আর খারাপ করবেন না। সহিংস বিক্ষোভ বন্ধ করার আহ্বান জানাচ্ছি। আপনারা আইনের শাসন এবং সংবিধান মেনে চলবেন সেই ঘোষণা দিন। স্বীকার করুন আপনি একজন নাগরিক হিসেবে জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) সঙ্গে থাকবেন, সন্ত্রাসী হিসেবে নয়। তাই যা হয়েছে, তা হয়েছে, আপনারা নিজের জন্য আর সমস্যা তৈরি করবেন না।’

বিলাওয়াল বলেন, পিটিআই ‘রাজনৈতিক দলে থাকতে চায় কি না’ সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাদেরই। তাদের সিদ্ধান্ত নিতে হবে, তারা রাজনীতি করবে নাকি রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলবে।

৯ মে ইসলামাবাদ হাইকোর্টে আগাম জামিনের জন্য গিয়েছিলেন ইমরান খান। এ সময় তাঁকে আদালত চত্বর থেকে গ্রেপ্তার করা হয়। ইমরানকে গ্রেপ্তার করতে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০০ সদস্য ছিলেন।

ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় পাকিস্তানের বিভিন্ন শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৮ জন নিহত ও ২৯০ জন আহত হয়েছেন। আটক হয়েছেন ১ হাজার ৯০০ বিক্ষোভকারী।

পরিস্থিতি সামাল দিতে পাঞ্জাব, খাইবার পাখতুনখাওয়া ও ইসলামাবাদে সেনা মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীরা লাহোরে কর্পস কমান্ডারের বাসভবনে হামলা এবং রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরের ফটক ভাঙচুর করার পর সেনা মোতায়েনের ঘোষণা দেওয়া হয়।