হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করছে তালেবান

আফগান তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ
ছবি: রয়টার্স

গত এক বছরে আফগানিস্তানে কয়েক ডজন পাকিস্তানি নিহত নয়তো আটক হয়েছেন। তাঁরা আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য ছিলেন। পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার জন্য ইসলামাবাদ আফগানিস্তানকে দোষারোপের কয়েক দিন পর এ দাবি করল তালেবান।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানে একের পর এক আত্মঘাতী হামলার ঘটনার জেরে এশিয়ার প্রতিবেশী এই দেশ দুটির সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইসলামাবাদের দাবি, তাদের ভূখণ্ডে যেসব জঙ্গি আত্মঘাতী বোমা হামলা চালাচ্ছেন, তাঁদের নানাভাবে সহযোগিতা করছেন আফগানরা।

ইসলামাবাদের এমন অভিযোগের মুখে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ গত মঙ্গলবার দাবি করেন, গত এক বছরে আফগান বাহিনী ১৮ জন পাকিস্তানিকে নিশ্চিহ্ন করেছে, যাঁরা দায়েশের (আইএস) সদস্য ছিলেন। এ ছাড়া কয়েক ডজন পাকিস্তানি আফগান কারাগারে রয়েছেন।

জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, এই অঞ্চলের কোনো দেশের নিরাপত্তাজনিত ব্যর্থতার জন্য তালেবান কর্তৃপক্ষকে দায়ী করা উচিত নয়। আফগানিস্তানের কোনো হামলার জন্য তালেবান কর্তৃপক্ষ পাকিস্তানকে দায়ী করার বদলে নিজের ভূখণ্ডের নিরাপত্তা জোরদারের পদক্ষেপ নিয়েছে।

আফগানিস্তানে হামলার জন্য এবারই প্রথম প্রকাশ্যে পাকিস্তানকে দোষারোপ করে বিবৃতি দিল তালেবান। এর আগে গত সোমবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির অভিযোগ করেন, পাকিস্তানে হামলায় আফগানদের জড়িত থাকা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে।