পরাজয় মেনে নেওয়া পিএমএল-এনের সেরা বিকল্প, বলল পিটিআই

ভোটে কারচুপির অভিযোগে পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ করছেন পিটিআই সমর্থকেরা। শনিবার, করাচিতেছবি: রয়টার্স

পাকিস্তানের বর্তমান অচলাবস্থা কাটানোর জন্য ‘সেরা বিকল্প’ হলো সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নির্বাচনে পরাজয় মেনে নেওয়া। সেই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অচলাবস্থা ‘ঠিক’ করা ও দেশকে ‘সুস্থ’ করতে দেওয়া।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এমনটাই মনে করছে। আজ বুধবার পিটিআইয়ের দলীয় এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলা হয়েছে।

ওই পোস্টে নওয়াজের দলের নেতা-কর্মীদের জিজ্ঞাসা করা হয়েছে, পিএমএল-এনের শিবিরে কেউ বলতে পারেন, দলটি কীভাবে মাত্র ১৭টি আসনে জিতেছে? সংবাদপত্রে প্রকাশিত নওয়াজ শরিফের প্রধানমন্ত্রী হওয়ার খবরের শিরোনামগুলো দেখে তাঁদের কী করা উচিত?

আরও পড়ুন
আরও পড়ুন

গত বৃহস্পতিবার পাকিস্তানে জাতীয় ও চার প্রাদেশিক পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয় পরিষদের ২৬৬ আসনের মধ্যে ২৬৫ আসনে ভোট হয়। এতে কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। জাতীয় পরিষদে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯২, নওয়াজ শরিফের পিএমএল-এন ৭৫ ও বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপি ৫৪ আসন পেয়েছে। বাকি আসন পেয়েছে অন্য দলগুলো।

ভোটের ফলাফল প্রকাশের পর থেকে জোট সরকার গড়ার জন্য তোড়জোড় শুরু করে পিএমএল-এন ও পিপিপি। হালনাগাদ তথ্যে জানা গেছে, জোট সরকারে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফকে।

আরও পড়ুন