সিনেটের প্রধান পিএমএল-এন নেতা, নওয়াজের দলকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ

ইশাক দারএএফপি ফাইল ছবি

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দলের সিনেটর ইশাক দারকে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের প্রধান হিসেবে অনুমোদন দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী। গতকাল রোববার সংশ্লিষ্ট সূত্র জিও নিউজকে এ তথ্য জানিয়েছে।

তবে সিনেট নেতা হিসেবে ইশাক দারকে মনোনীত করা নিয়ে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) আপত্তি জানিয়েছে।

এর আগে ২০২২ সালের অক্টোবরে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ও পিএমএল-এন নেতা শাহবাজ শরিফও ইশাক দারকে সিনেটপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। ওই নিয়োগ পাওয়ার এক মাস আগে লন্ডন থেকে দেশে ফেরেন তিনি। লন্ডনে পাঁচ বছর স্বেচ্ছা নির্বাসনে ছিলেন ইশাক।

পিপিপির সিনেটররা মনে করেন, শাহবাজ শরিফ যেহেতু এখন আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নন, সে ক্ষেত্রে একজন নিরপেক্ষ প্রার্থীকে সিনেটের নেতা হিসেবে মনোনয়ন দেওয়া উচিত।

আরও পড়ুন

পাকিস্তানে আগামী ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পিএমএল-এন দলকে অন্তর্বর্তীকালীন সরকার সুবিধা দিচ্ছে বলে আগে থেকেই অভিযোগ করে আসছে পিপিপি।

এর মধ্যেই পিএমএল-এন নেতাকে সিনেট নেতা হিসেবে নিয়োগ দিল অন্তর্বর্তী সরকার।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পিপিপির সিনেটর সালিম মান্দভিওয়ালাকেও সিনেটের চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রতিমন্ত্রীর মর্যাদা পাবেন।

আজ সোমবার দ্য নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজের নিয়োগ নিয়ে সেলিম মান্দভিওয়ালা প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, তাঁর সম্মতি না নিয়েই এ নিয়োগ দেওয়া হয়েছে।