পাকিস্তানে ‘পুলিশের গুলিতে’ এনডিএমের দুই কর্মী নিহত, প্রধানসহ আহত ১৫
পাকিস্তানে নির্বাচনের ফলাফল ঘোষণায় দেরির প্রতিবাদে চলা বিক্ষোভে গুলিতে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) দুই কর্মী নিহত হয়েছেন। দলের প্রধানসহ আহত হয়েছেন ১৫ জন।
দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে মমিরামশাহ ক্যান্টনমেন্টে বিক্ষোভ চলার সময় পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে এনডিএম।
পুলিশ বলছে, স্টেডিয়াম এলাকার ফটকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশের ওপর এনডিএমের সমর্থকেরা গুলি চালিয়েছেন। এরপর পুলিশ গুলি চালিয়েছে।
এর আগে এনডিএমের প্রধান মহসিন দাওয়ার আহত হওয়ার খবর জানায় ডন। পরে দুই কর্মী নিহত হওয়ার খবর জানিয়েছে সংবাদমাধ্যমটি।
পাকিস্তানের আঞ্চলিক কার্যালয়ের বাইরে ওই বিক্ষোভ চলছিল। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে মিরামশাহ এলাকায় স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। পরে তাঁদের বান্নু জেলায় নেওয়া হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
মোহসিন দাওয়ার পাকিস্তানের পার্লামেন্টের সাবেক সদস্য। তাঁর সহযোগী দলের নেত্রী বুশরা গহর বলেছেন, এনডিএমের প্রধান দাওয়ারের অবস্থা স্থিতিশীল। তাঁকে পেশোয়ারের ব্যক্তিমালিকানাধীন একটি হাসপাতালে অস্ত্রোপচারের জন্য নেওয়া হয়েছে।
দাওয়ার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাজাউর এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠী-অধ্যুষিত এনএ-৪০ আসনের প্রার্থী। তিনি নির্বাচনে ফলাফল ঘোষণার দেরি হওয়ার প্রতিবাদে ও কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ করছিলেন।
খাইবার পাখতুনখাওয়ায় ক্ষুদ্র জাতিগোষ্ঠী-অধ্যুষিত এলাকাগুলোয় নির্বাচনী র্যালি করার সময় দাওয়ারের গাড়িবহরে প্রায় এক মাস আগে হামলা হয়। তখনো গুলি চালায় হামলাকারীরা।
এ হামলার ঘটনায় বেলুচিস্তান ন্যাশনাল পার্টি মেঙ্গল (বিএনপি-এম), মানবাধিকারবিষয়ক সাবেক মন্ত্রী শিরিন মাজারি, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ফরহাতুল্লাহ বাবর, পাকিস্তানের মানবাধিকার কমিশন নিন্দা জানিয়েছে এবং তদন্ত দাবি করেছে।