ইমরানকে প্রকাশ্যে আদালতে হাজির করতে নির্দেশ
রাষ্ট্রের গোপন নথির তথ্য ফাঁসের অভিযোগে করা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালতে হাজির করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। গত আগস্টে তাঁকে কারাগারে নেওয়ার পর আর প্রকাশ্যে আনা হয়নি।
তোশাখানা মামলায় তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন। এর পর থেকেই নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে কারাগারের ভেতরে একটি বিশেষ আদালত বসিয়ে সেখানে মামলার শুনানি চলছে। তবে গত মঙ্গলবার এভাবে চলা বিচারপ্রক্রিয়াকে বেআইনি ঘোষণা করেন ইসলামাবাদ হাইকোর্ট।
ইমরান খানের আইনজীবী নাইম পানজুথা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ–সংক্রান্ত একটি পোস্ট দেন। সেখানে বলা হয়েছে, ‘২৮ নভেম্বর ইমরান খানকে হাজির করতে আদালত নির্দেশ দিয়েছেন। এখন আমাদের দেখার বিষয়, এ আদেশ কার্যকর হয় কি না।’
এদিকে ইমরানকে হাজির করা হবে কি না—এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মুখপাত্র কোনো মন্তব্য করেননি।
৭১ বছর বয়সী রাজনীতিবিদ ইমরান গত ৫ আগস্ট থেকে কারাগারে আছেন। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পদে থাকাকালে ইমরান খান উপহার পেয়েছিলেন। সেগুলো তোশাখানায় জমা না দিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগে করা মামলায় তাঁর তিন বছরের কারাদণ্ড হয়। তবে তিনি তাঁর বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করেছেন।