শাহবাজ শরিফ মুসলিম লিগের প্রেসিডেন্টের পদ ছাড়লেন

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফফাইল ছবি: এএফপি

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাঁর দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রেসিডেন্টের পদ ছেড়েছেন। গতকাল সোমবার তিনি এ পদ থেকে পদত্যাগ করেন।

পদ ছেড়ে দিয়ে শাহবাজ শরিফ বলেছেন, দলীয় প্রধান হিসেবে বড় ভাই ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঠিক অবস্থান বুঝে নেওয়ার সময় এসেছে।

পিএমএল-এনের তথ্য সম্পাদক মরিয়ম আওরঙ্গজেব এক এক্স পোস্টে শাহবাজ শরিফের দলীয় প্রধানের পদ ছাড়ার কথা নিশ্চিত করেছেন।

দলের সাধারণ সম্পাদক বরাবর লেখা পদত্যাগপত্রে শাহবাজ শরিফ লিখেছেন, ২০১৭ সালে রাজনৈতিক অচলাবস্থার মধ্যে তাঁকে দলের প্রেসিডেন্টের পদে বসতে হয়েছিল। কিন্তু এর মধ্য দিয়ে নওয়াজ শরিফের প্রতি বৈষম্য করা হয়েছিল। কেননা তখন দলের প্রেসিডেন্ট ও দেশের প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয়েছিল নওয়াজকে।

আরও পড়ুন

শাহবাজ বলেন, তাঁর ওপর পিএমএল–এনের প্রেসিডেন্টের পদ ন্যস্ত করা হয়েছিল। এখন তিনি এই পদ ছাড়ছেন। কেননা তিনি মনে করেন, নওয়াজ শরিফের সঠিক অবস্থান বুঝে নেওয়ার সময় এসেছে।

১৮ মে সকালে লাহোরে পিএমএল–এনের কেন্দ্রীয় কমিটির বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে দলের প্রেসিডেন্ট পদ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এনের নেতা নওয়াজ শরিফের ভাই। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের চাচা।

আরও পড়ুন