পাকিস্তানের পার্লামেন্টে সংরক্ষিত আসন পেতে পারে সুন্নি ইত্তেহাদও

পিটিআইয়ের নতুন চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খানফাইল ছবি: এএফপি

পাকিস্তানের জাতীয় নির্বাচনে ইমরান খানের দল পিটিআই-সমর্থিত বিজয়ী স্বতন্ত্র্র প্রার্থীদের বর্তমান প্ল্যাটফর্ম সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি) দেশটির জাতীয় ও প্রাদেশিক পরিষদের সংরক্ষিত আসনের ভাগীদার হতে পারে।

পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়ে ডনকে বলেছেন, অতীতের নজির অনুযায়ী সুন্নি ইত্তেহাদের জন্য এ সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন

সংরক্ষিত আসনের কোটার বিষয়ে সিদ্ধান্ত নিতে গতকাল সোমবার পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার সভাপতিত্বে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল।

নারী ও সংখ্যালঘুদের জন্য থাকা সংরক্ষিত আসন থেকে ২৩টি পেলে জাতীয় পরিষদে সুন্নি ইত্তেহাদের মোট সদস্যের সংখ্যা হবে ১০৪।

নারী ও সংখ্যালঘুদের জন্য থাকা সংরক্ষিত আসন থেকে ২৩টি পেলে জাতীয় পরিষদে সুন্নি ইত্তেহাদের মোট সদস্যের সংখ্যা হবে ১০৪।

আরও পড়ুন

জাতীয় ও প্রাদেশিক পরিষদে সংরক্ষিত মোট ২২৬টি নারী আসনের মধ্যে ৭৮টির বরাদ্দ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পর এসব আসন সুন্নি ইত্তেহাদের পাওয়ার কথা।

নির্বাচনের পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত জয়ী স্বতন্ত্র প্রার্থীদের অধিকাংশ সুন্নি ইত্তেহাদের সঙ্গে জোটবদ্ধ হয়েছেন। তবে এখনো পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের অল্প কয়েকজন জোটবদ্ধ হননি।

২০১৮ সালের একটিসহ অতীতের কয়েকটি ঘটনায় আদালতের দেওয়া রায় তুলে ধরে নির্বাচন কমিশনের ওই কর্মকর্তা বলেন, আদালত বলেছেন, কোনো দলের সংরক্ষিত আসনের কোটা হস্তান্তরযোগ্য নয়।