পাকিস্তানে ঈদের দিন সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

পাকিস্তানে ট্রাক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মরদেহ আজ বৃহস্পতিবার করাচির একটি মর্গে নেওয়া হয়ছবি: এএফপি

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ট্রাক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪০ জনের বেশি। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। এদিনই পাকিস্তানে উদ্‌যাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল ওই ট্রাকে করে বেলুচিস্তানের একটি মাজারে যাচ্ছিলেন বেশ কয়েকজন ব্যক্তি। পথে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে জানিয়েছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সিন্ধ মুরাদ আলী শাহ। হতাহত ব্যক্তিদের সম্পর্কে তিনি বলেন, তাঁরা খুবই দরিদ্র মানুষ। মূলত শ্রমিক শ্রেণির। তাঁরা একটি ট্রাকে করে পাকিস্তানের দক্ষিণে থাট্টা অঞ্চল থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে খুজদার শহরে যাচ্ছিলেন। দুর্ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

বেলুচিস্তানের ডেপুটি কমিশনার মুনির আহমদ কাকার বিবিসিকে বলেন, দুর্ঘটনার সময় ওই ট্রাকে নারী, পুরুষ ও শিশু মিলে প্রায় ৬০ জন ছিলেন। ধারণা করা হচ্ছে, ট্রাকের ব্রেক কাজ না করায় এ ঘটনা ঘটেছে।