ইমরানের দলের সমর্থনে পোস্ট দিলেন জেমিমা, পরে সরালেন

জেমিমা গোল্ডস্মিথছবি: রয়টার্স ফাইল ছবি

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ এবং তাঁদের দুই সন্তান কাসিম খান ও সুলেমান খান পিটিআইয়ের প্রার্থীদের প্রতি নিজেদের সমর্থন ঘোষণা করেছেন। পাকিস্তানের নির্বাচনের এক দিন আগে গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ইমরানের দলের (পাকিস্তান তেহরিক ই ইনসাফ-পিটিআই) প্রার্থীদের প্রতি সমর্থন জানান তাঁরা।

ইমরানের ছেলে কাসিম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, ‘কালকের দিনটি পাকিস্তানের জন্য বড় একটি দিন। আপনাদের ভোট গুরুত্বপূর্ণ। পিটিআইয়ের প্রতি সমর্থন দেখাতে দয়া করে আপনারা যত দ্রুত পারেন (ভোট দেওয়ার পর) ছবি বা ভিডিও পোস্ট করবেন এবং লিখবেন আমি পিটিআইকে ভোট দিয়েছি। এর হ্যাশট্যাগ হবে #ভোটপিটিআই। পাকিস্তান জিন্দাবাদ।’

আরও পড়ুন

কাসিমের যে অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়েছে, সেটি আনভেরিফায়েড অ্যাকাউন্ট। পরে তাঁর মা জেমিমা নিজের এক্স অ্যাকাউন্টে এ পোস্ট শেয়ার করেন। এরপরই তা লাখ লাখ অনুসারীর নজরে আসে।

কাসিম খান তাঁর এক্স অ্যাকাউন্টে উর্দু ও ইংরেজি ভাষায় পোস্ট দিয়েছেন। এর সঙ্গে একটি ছবিও যুক্ত করেছেন তিনি। সেখানে দেখা গেছে, কাসিম ও তাঁর বড় ভাই সুলেমান খান পিটিআই দলের একটি পতাকা ধরে আছেন।

পিটিআইয়ের পতাকা হাতে দাঁড়িয়ে থাকা কাসিম ও সুলেমানের ছবিটি জেমিমাও তাঁর এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন। এর ক্যাপশনে তিনি লিখেছিলেন—‘পাকনির্বাচন ৮ ফেব্রুয়ারি’। তবে ১০ মিনিট পর এক্স পোস্টটি জেমিমার টাইমলাইন থেকে উধাও হয়ে যায়। তবে জেমিমা তাঁর ছেলে কাসিমের যে এক্স পোস্টটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন, সেটি তাঁর টাইমলাইনে ছিল। সে পোস্টটি হাজারো ব্যবহারকারী শেয়ার করেছেন।

জেমিমা ও কাসিম এক্স অ্যাকাউন্টে শুধু পিটিআইয়ের পতাকা পোস্ট করেছেন। পিটিআইয়ের প্রতীক ‘ব্যাট’-এর ছবি তাঁরা পোস্ট করেননি। কারণ, নির্বাচনে ব্যাট প্রতীক ব্যবহার করতে ইমরানের দলকে অনুমতি দেননি আদালত।

প্রায় দুই দশক আগে ইমরানের সঙ্গে বিয়ে হয়েছিল জেমিমার। রোমান্টিক কমেডি ‘হোয়াট’স লাভ গট টু ডু উইথ ইট’-এর লেখক তিনি। এর আগে জেমিমা বলেছেন, রাজনীতিকে নিজের জীবন থেকে দূরে রাখা প্রয়োজন বলে তিনি মনে করেন।