ইরানে বন্দুক হামলায় ৯ পাকিস্তানি নিহত

পাকিস্তান ও ইরানের সম্প্রতি পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেফাইল ছবি: এএফপি

ইরানের দক্ষিণ–পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তবর্তী শহর সারাভানে অজ্ঞাতনামা বন্দুকধারীদের হামলায় ৯ পাকিস্তানি নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এ বন্দুক হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আজ সকালে সিস্তান–বেলুচিস্তান প্রদেশের সারাভান শহরের উপকণ্ঠে সিরকান এলাকায় এ বন্দুক হামলার ঘটনা ঘটে। হামলায় ৯ বিদেশি নাগরিক (পাকিস্তানি) নিহত হয়েছেন। কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বন্দুক হামলায় নিহত ৯ ব্যক্তি পাকিস্তানের নাগরিক। বিষয়টি নিশ্চিত করেছেন তেহরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুদাস্‌সির টিপু।

সম্প্রতি পরস্পরের ভূখণ্ডে পাকিস্তান ও ইরানের সামরিক বাহিনীর পাল্টাপাল্টি হামলার কয়েক দিন পর পাকিস্তান সীমান্তবর্তী ইরানের একটি এলাকায় প্রাণঘাতী এ হামলা হলো।

শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ ইরানে অল্প যে কয়েকটি প্রদেশে সুন্নিরা সংখ্যাগরিষ্ঠ তার মধ্যে একটি সিস্তান–বেলুচিস্তান। প্রদেশটির সীমান্তের ওপারে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের অবস্থান।

১৮ জানুয়ারি পাকিস্তানের সামরিক বাহিনী সিস্তান–বেলুচিস্তানে বিমান হামলা চালায়। এর দুই দিন আগে বেলুচিস্তান প্রদেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এ হামলা চালায় পাকিস্তান। তেহরান তখন দাবি করে, জইশ আল–আদল নামে একটি সশস্ত্র গোষ্ঠীর অবস্থান নিশানা করে হামলা চালিয়েছে তারা। এই গোষ্ঠী সাম্প্রতিক কয়েক মাসে ইরানের বেশ কিছু প্রাণঘাতী হামলা করেছে। ২০১২ সালে প্রতিষ্ঠিত এই সশস্ত্র গোষ্ঠী ইরানে ‘তালিকাভুক্ত একটি সন্ত্রাসী সংগঠন’।

ইরানের এ হামলার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় পাকিস্তান। ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। একই সঙ্গে তেহরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকেও ফিরিয়ে আনে ইসলামাবাদ।

তবে কয়েক দিন ধরে চলা কূটনৈতিক টানাপোড়েনের পর গত সোমবার দেশ দুটি ঘোষণা দেয়, উত্তেজনা কমানো ও পরস্পরের রাষ্ট্রদূতকে আবার দায়িত্বে ফেরাতে একমত হয়েছে তারা। এর মধ্যে আজ শনিবার ইরানে বন্দুকধারীর হামলায় ৯ পাকিস্তানি নিহত হওয়ার ঘটনা ঘটল।