ইমরান খান শনিবার আদালতে হাজির হতে পারেন

ইমরান খানের বাসভবনের দিকে যাওয়া একটি সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে অবস্থান নেন তাঁর সমর্থকেরা। লাহোরে ইমরানের গ্রেপ্তার ঠেকাতে বুধবারের মতো বৃহস্পতিবারও পথে ছিলেন পিটিআইয়ের নেতাকর্মীরা
ছবি: রয়টার্স

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শনিবার আদালতে হাজির হতে পারেন। বৃহস্পতিবার তাঁর আইনজীবীরা আদালতে মুচলেকা দিয়ে বলেছেন, শনিবার আদালতে যাবেন ইমরান খান।

তোশাখানা মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তারি পরোয়ানা বাতিল চেয়ে করা আবেদন নাকচ করেছেন ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক। বৃহস্পতিবার ইমরান খানের এক আইনজীবী এ কথা জানান। ইমরান খানের বাড়ির সামনে শত শত সমর্থক জড়ো হয়ে তাঁকে গ্রেপ্তারে বাধা দেন।

এর আগে গত বুধবার ইমরানকে গ্রেপ্তারের জন্য লাহোরের জামান পার্কে তাঁর বাসভবনের সামনে অবস্থান নিয়েছিল পুলিশ। পরে ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ সমর্থকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। সমর্থকেরাও ইটপাটকেল ছোড়েন। ইমরানকে গ্রেপ্তার করার কোনো সুযোগ পুলিশকে দেননি সমর্থকেরা। তোশাখানা মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিল চেয়ে বুধবার ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

দ্য ডন–এর খবরে বলা হয়, বৃহস্পতিবার পিটিআইয়ের বেশ কিছু কর্মী লাঠিসোঁটা নিয়ে কনটেইনার ও পাথর ফেলে ইমরানের বাসভবন অবরোধ করে রেখেছেন এবং পাহারায় রয়েছেন যাতে পুলিশ দলীয় প্রধানকে গ্রেপ্তার করতে না পারে। ডন–এর অপর এক খবরে বলা হয়, বর্তমান অস্থির পরিস্থিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইমরান খানসহ দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেছেন।

গত বছর অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরানের বিরুদ্ধে কয়েক ডজন মামলা হয়েছে। তিনি আগাম নির্বাচনের দাবিতে আন্দোলন করছেন।

আইনজীবী শের আফজাল মারওয়াত বলেন, আদালত অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন নাকচ করেছেন। এর অর্থ, ইমরান খানকে গ্রেপ্তার করা যাবে। তবে ইমরান খানকে পুলিশ গ্রেপ্তার করবে কি না, তা স্পষ্ট নয়। কারণ, তাঁর আইনজীবীরা মুচলেকা দিয়ে বলেছেন, শনিবার আদালতে যাবেন ইমরান খান।

তবে পিটিআইয়ের নেতা শিবলী ফারাচ বলেন, আদালতে যেতে ইমরানের কঠোর নিরাপত্তাব্যবস্থা নিতে হবে।

পাকিস্তান নির্বাচন কমিশনের করা এই মামলায় ইমরানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী থাকার সময় পাওয়া উপহার রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে বিক্রির অভিযোগ আনা হয়েছে।

ইমরান খান বলেছেন, তাঁকে সম্পূর্ণ বেআইনি প্রক্রিয়ায় গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। তবে গ্রেপ্তার হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছেন তিনি। এমনকি তাঁর বিরুদ্ধে আনা রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগকে ‘বানোয়াট’ বলেছেন ইমরান খান।

ইমরান খানের অভিযোগ, আটক করা হলে তাঁকে মেরে ফেলা হতে পারে, এমন আশঙ্কাও করছেন তিনি। কর্তৃপক্ষ তাঁকে নির্বাচন করতে বাধা দেওয়ার জন্য কারাগারে আটকে রাখতে চায়। তিনি বলেন, এখানে জঙ্গলের আইন চলছে।

বিভিন্ন সভা-সমাবেশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা পোস্ট দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারকে চাপে রেখেছেন তিনি। গত বছর লং মার্চের সময় তাঁর পায়ে গুলি লাগে। তিনি এর জন্য শাহবাজ শরিফকে দায়ী করেন।