পাকিস্তানে বিনা মূল্যের আটা সরবরাহের ট্রাক লুট করল উত্তেজিত জনতা

পেশোয়ার ও ডেরা ইসমাইল খান এলাকায় বিনা মূল্যে ময়দা ও আটার ট্রাকে লুটপাট চালিয়েছে জনগণ।
ছবি: টুইটার থেকে নেওয়া

অর্থনৈতিক সংকটের মধ্যে আছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। মুদ্রাস্ফীতি চরম পর্যায়ে পৌঁছানোয় নিত্যপ্রয়োজনীয় পণ্য আমজনতার নাগালের বাইরে চলে গেছে। বাইরের দেশ থেকেও আসছে না খাদ্যপণ্য। জ্বালানি তেলের দাম আকাশছোঁয়া। কোথাও কোথাও অর্থ দিয়েও মিলছে না ডাল, আটা, তেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য। এমতাবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন দেশটির জনগণ। খাদ্যসংকটে দিশেহারা হয়ে বিনা মূল্যে বিতরণের আটার ট্রাক লুটের ঘটনাও ঘটেছে দেশটিতে। দেশটির পেশোয়ার ও ডেরা ইসমাইল খান এলাকায় বিনা মূল্যে আটা ও ময়দা সংগ্রহের জন্য অপেক্ষায় থাকা মানুষেরা ট্রাকে লুটপাট চালিয়েছেন। সোমবার আটার ব্যাগ লুট করেন তাঁরা।

এদিকে বিনা মূল্যে আটা না পেয়ে বান্নু, লাক্কি মারওয়াত, খাইবার ও অ্যাবোটাবাদ এলাকার স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করেছেন। সোমবার পেশোয়ারে রিং রোডের কাছে একটি পার্কে আটা লুটের ঘটনা ঘটে। বিনা মূল্যে ময়দা পেতে বিপুলসংখ্যক নারীসহ শত শত মানুষ অপেক্ষা করছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, ময়দা বহনকারী ট্রাক ঘটনাস্থলে পৌঁছার সঙ্গে সঙ্গে বিপুলসংখ্যক মানুষ সেখানে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাঁদের অনেকে ট্রাকের ওপর উঠে যান এবং ময়দার ব্যাগ ছুড়তে থাকেন। এরপর চালকদের সেখান থেকে দ্রুত সরে যেতে দেখা গেছে। ভিডিও ফুটেজে আরও দেখা গেছে, লুট হওয়া ময়দার জন্য মানুষ ঝগড়া করছেন। একে অপরের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

এদিকে পুলিশ বলেছে, রিং রোডে ময়দার ট্রাক লুটের ঘটনায় তারা ৪০ ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তিদের জেলে রাখা হয়েছে।

সোমবার ডেরা ইসমাইল খান জেলারও দুটি বিতরণকেন্দ্রে আটার ট্রাকে লুটপাট হয়েছে।

অসহায় মানুষদের মধ্যে বিনা মূল্যে আটা বিতরণ করতে ডেরা ইসমাইল খান জেলার দারাজিন্দা টেহসিল এলাকার একটি কলেজে চারটি ট্রাক গিয়েছিল। আটা বিতরণের সময় উত্তেজিত জনতা ট্রাকের ওপর হামলা চালায়। তারা চারটি ট্রাকের মধ্যে একটিতে লুটপাট করেছে। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করে।

কুলাচি টেহসিল এলাকায় আরও একটি ট্রাক লুট হয়েছে। সরহাদ ফ্লাওয়ার মিলসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, অসহায় মানুষদের মধ্যে বিনা মূল্যে ময়দা বিতরণের জন্য ট্রাকটি কুলাচিতে পাঠানো হয়েছে। সেখানেও লুট হয়েছে।