ভারতের যেকোনো দুঃসাহসের দ্রুত জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
ভারতের যেকোনো দুঃসাহসের দ্রুত জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। বৃহস্পতিবার দেশটির সেনাদের সামরিক মহড়া পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
আসিম মুনির বৃহস্পতিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে টিলা ফিল্ড ফায়ারিং রেঞ্জে (টিএফএফআর) ‘এক্সসারসাইজ হ্যামার স্ট্রাইক’-এর মহড়া পরিদর্শনে যান। দেশটির সেনাবাহিনীর মাঙ্গলা স্ট্রাইক কোর মহড়াটির আয়োজন করে।
মহড়া পরিদর্শনে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান বলেন, ‘একটি বিষয় নিয়ে কোনো রকমের বিভ্রান্তির সুযোগ নেই। তা হলো, ভারতের যেকোনো সামরিক দুঃসাহসের দ্রুত জবাব দেওয়া হবে, যা হবে দৃঢ় এবং আরও জোরালো।’ পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।
২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে নয়াদিল্লি অভিযোগ করলেও, তা নাকচ করেছে পাকিস্তান। এরপর থেকে দুই দেশই পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে। এতে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে।