বেলুচিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের দায় স্বীকার বিচ্ছিন্নতাবাদীদের

বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন দ্য বেলুচ রাজি আজোই সানগার (বিআরএএস)
ছবি: টুইটার

পাকিস্তানে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে একজন শীর্ষস্থানীয় কমান্ডারসহ ছয় সেনা কর্মকর্তা নিহত হওয়ার ঘটনার দায় স্বীকার করেছে দেশটির বেলুচিস্তান প্রদেশের একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। গত সোমবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে করাচিতে যাওয়ার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছিল। খবর রয়টার্সের।

দ্য বেলুচ রাজি আজোই সানগার (বিআরএএস) নামের ওই গোষ্ঠীর অধীনই বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে।
গতকাল মঙ্গলবার রয়টার্সকে পাঠানো এক লিখিত বিবৃতিতে সশস্ত্র ওই গোষ্ঠী বলেছে, তাদের যোদ্ধারা বিমানবিধ্বংসী একটি অস্ত্র দিয়ে হেলিকপ্টারটি ভূপাতিত করে। তবে এ দাবির পক্ষে গোষ্ঠীটি কোনো প্রমাণ রয়টার্সকে সরবরাহ করেনি। এ ছাড়া রয়টার্সের একার পক্ষেও তাদের দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে দেশটির সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিআরএএসের দাবি প্রত্যাখ্যান করে এটাকে মিথ্যা প্রচারণা ও ভুয়া সংবাদ বলে অভিহিত করেছেন। এ ছাড়া পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, বিরূপ আবহাওয়ার কারণে সোমবার রাতে সামরিক ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

বেলুচিস্তান পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি প্রদেশ। স্বাধীনতার দাবিতে সোচ্চার প্রদেশটির অধিবাসীরা কয়েক দশক ধরে পাকিস্তান সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে। বাসিন্দাদের দাবি, সেখানকার গ্যাস ও খনিজ সম্পদ দেশের অন্য অংশের জন্য ব্যবহার করা হচ্ছে। কিন্তু তাদের কাজে আসছে না।

চীনের সড়ক ও অঞ্চল প্রকল্প তথা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) আওতায় বেলুচিস্তানের গোয়াদরে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করছে বেইজিং। কিন্তু গোয়াদরসহ বেলুচিস্তানে আরও যেসব প্রকল্প চলমান, তার বিরোধিতা করে আসছে বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। মাঝেমধ্যেই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরা বেলুচিস্তানের এসব প্রকল্প লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টাও করে থাকেন।

হেলিকপ্টার বিধ্বস্তে যে ছয় সেনা কর্মকর্তা নিহত হয়েছেন, তাঁদের একজন দক্ষিণ পাকিস্তানভিত্তিক ১২ কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলী।