পাকিস্তানে তিন মাসের মধ্যে নির্বাচন: সাক্ষাৎকারে তত্ত্বাবধায়ক–প্রধান

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আনোয়ার-উল-হক
ফাইল ছবি: এএফপি

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক বলেছেন, তিনি কেবল আশাবাদী নন, বরং তিনি নিশ্চিত, আগামী তিন থেকে চার মাসের মধ্যে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান এ কথা বলেন। ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারের কলেবর বাড়ানো হবে কি না—এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনি ব্যবস্থা অনুযায়ী আগামী তিন থেকে চার মাসের মধ্যে দেশ নির্বাচনী প্রক্রিয়ায় প্রবেশ করবে।

প্রধানমন্ত্রী মন্তব্য করেন, ‘আমি মনে করি, কয়েক মাস...এই কয়েক মাস হতে পারে তিন বা সাড়ে তিন মাস বা চার মাস...এই সময় লাগবে...এই সময়ের মধ্যে আমরা নির্বাচনী প্রক্রিয়ায় ঢুকে যাব।’

আগামী চার মাসের মধ্যে পাকিস্তানের সাধারণ নির্বাচন করার ব্যাপারে তিনি আশাবাদী কি না, এমন প্রশ্নের জবাবে আনোয়ার-উল-হক বলেন, ‘আমি আশাবাদী না, আমি নিশ্চিত।’

সীমিত সময়ের বিষয়টি বিবেচনা করে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বলেন, ‘ভবিষ্যৎ সরকার যাতে দেশকে সামনে এগিয়ে নিতে পারে, সে জন্য আমরা নির্দিষ্ট কিছু নীতির বিষয়ে গুরুত্ব দিচ্ছি। এসব নীতি বাস্তবায়নে আমরা চেষ্টা করে যাচ্ছি।’

এক প্রশ্নের জবাবে তত্ত্বাবধায়ক–প্রধান বলেন, ‘মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও নির্বাচনে উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট তাঁর দায়িত্ব পালন করে যেতে পারবেন। তবে প্রেসিডেন্ট স্বেচ্ছায় পদত্যাগ করলে সিনেট চেয়ারম্যান ওই পদে দায়িত্ব পালন করতে পারবেন।’

তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী বলেন, আইনসভার মাধ্যমে আগের সরকার তত্ত্বাবধায়ক সরকারকে শক্তিশালী করেছে। সুতরাং অন্য যেকোনো অন্তর্বর্তী সরকারের চেয়ে এখনকার তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজনীয় কাজ করতে পারে।

আরেক প্রশ্নের জবাবে আনোয়ার-উল-হক বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনী চমৎকার পরিবেশে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে কাজ করছে।

তত্ত্বাবধায়ক–প্রধান বলেন, সেনাপ্রধান, অর্থমন্ত্রী ও তিনি সম্প্রতি করাচিতে শিল্পমালিকদের সঙ্গে বৈঠক করেছেন। লাহোরেও তাঁরা একই ধরনের বৈঠক করার পরিকল্পনা করছেন।