পাকিস্তানে শাহবাজ শরিফের নির্দেশে সচল হলো উইকিপিডিয়া

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ
ফাইল ছবি: রয়টার্স

জনপ্রিয় প্ল্যাটফর্ম উইকিপিডিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গত সোমবার শাহবাজ শরিফ এ নির্দেশ দেন। এরপর গতকাল মঙ্গলবার থেকে দেশটিতে সচল হয় উইকিপিডিয়া।

এই বিষয়ে পাকিস্তানের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারবিষয়ক মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব টুইটে জানান, উইকিপিডিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে গত শনিবার ধর্মীয় অবমাননাকর আধেয় (কনটেন্ট) না সরানোয় উইকিপিডিয়া নিষিদ্ধ করে পাকিস্তান টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ (পিটিএ)। সংস্থাটির মুখপাত্র মালাহাত ওবাইদ সংবাদমাধ্যমকে জানান, উইকিপিডিয়া কর্তৃপক্ষকে অবমাননাকর আধেয় সরিয়ে নেওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। উইকিপিডিয়া কর্তৃপক্ষ এই সময়ের মধ্যে নির্দেশ পালন না করায় তাদের পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে। 

মালাহাত ওবাইদ আরও বলেন, আদেশ না মানায় প্রাথমিকভাবে সাইটটি বন্ধ করে দেওয়া হয়েছে। উইকিপিডিয়া যদি ধর্মীয় অবমাননাকর বক্তব্য সরায়, তবে সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে। 

উইকিপিডিয়া মূলত বিনামূল্যের ব্যবহারকারী প্রদত্ত আধেয় সাইট। এখানকার আধেয় সম্পাদনাযোগ্য। বিশ্বের লাখো মানুষ প্রাথমিক তথ্যের উৎস হিসেবে উইকিপিডিয়া ব্যবহার করেন।

আরও পড়ুন