ইমরানের বাড়িতে অভিযানে জড়িত সব পুলিশের বিরুদ্ধে মামলা করবে পিটিআই

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
ছবি: এএফপি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লাহোরের বাসভবন জামান পার্কে অভিযানে জড়িত সব পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা করবে তাঁর দল।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরী আজ রোববার এ কথা বলেছেন। একই সঙ্গে তিনি জামান পার্কে চালানো পুলিশি অভিযানকে ‘অবৈধ’ হিসেবে অভিহিত করেছেন।

তোশাখানা মামলায় গতকাল শনিবার আদালতে হাজিরা দিতে জামান পার্ক থেকে বের হয়েছিলেন পিটিআই-প্রধান ইমরান খান। এরপরই তাঁর বাসভবনে অভিযান চালায় পাঞ্জাব পুলিশ।

অভিযানে ইমরান খানের বাসভবন থেকে অ্যাসল্ট রাইফেল ও বুলেট উদ্ধারের দাবি করেছে পুলিশ। এই ঘটনায় রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অভিযোগে পিটিআইয়ের ৬০ জনের বেশি কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।

টুইটারে ফাওয়াদ চৌধুরী বলেন, পিটিআই আজ তার আইনি দলের বৈঠক ডেকেছে। ইমরান খানের বাসভবনে প্রবেশ করে লাহোর হাইকোর্টের সিদ্ধান্তকে অমান্য করেছে পুলিশ। ইমরান খানের বাসভবন থেকে বিভিন্ন জিনিসপত্র চুরি করা নিয়ে যাওয়া হয়েছে। তারা জুসের বাক্স পর্যন্ত নিয়ে গেছে। অভিযানকালে নিরপরাধ মানুষ নির্যাতনের শিকার হয়েছেন।

ফাওয়াদ চৌধুরী আরও লিখেছেন, আদালতের আদেশ অমান্য করা ক্ষমার অযোগ্য বিষয়। হাইকোর্টের উচিত তাঁর রায়কে সমুন্নত রাখা। বেআইনি অভিযান পরিচালনাকারী ও সহিংসতায় জড়িত সব পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।