প্রেসিডেন্ট তাঁদের সরকার গঠনের আহ্বান জানাবেন: দাবি পিটিআই চেয়ারম্যানের

পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খানফাইল ছবি: এএফপি

পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান গহর আলী খান দাবি করেছেন, প্রেসিডেন্ট আরিফ আলভি সরকার গঠনের জন্য তাঁর দলকে আমন্ত্রণ জানাবেন। কারণ, জাতীয় পরিষদ নির্বাচনে তাঁরা সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়েছেন।

ইসলামাবাদে আজ শনিবার গণমাধ্যমের উদ্দেশে গহর আলী বলেন, ‘আমরা কারও সঙ্গে ঝগড়া করতে চাই না। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। সংবিধান ও আইন অনুযায়ী আমরা এগিয়ে যাব এবং সরকার গঠন করব।’

পিটিআইয়ের চেয়ারম্যান বলেন, জনগণ অবাধে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রিসাইডিং কর্মকর্তারা ভোট গণনা করে ফরম–৪৫ পূরণ করেছেন।

ইমরান খানের দলের চেয়ারম্যান বলেন, জনগণের কণ্ঠ এবং কাঙ্ক্ষিত সরকার গঠনের উদ্যোগকে দমন করা হলে অর্থনীতি তার ধাক্কা সইতে পারবে না।

পূর্ণ ফলাফল আজ রাত ১২টার মধ্যে ঘোষণা করা উচিত উল্লেখ করে গহর আরও বলেন, ‘পিটিআইয়ের জন্য কোনো বাধা তৈরি করা ঠিক হবে না এবং যতটা দ্রুত সম্ভব ফল ঘোষণা করা উচিত। আইন অনুযায়ী চূড়ান্ত ফল ফরম–৪৫–এ পূরণ করে প্রকাশ করা হয়েছে। আমরা সব ফল পেয়েছি।’

পিটিআইয়ের চেয়ারম্যান বলেন, নির্বাচনে দল–সমর্থিত বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁরা দলের প্রতি অনুগত এবং তা–ই থাকবেন।

গহর বলেন, সব প্রক্রিয়া শেষে পিটিআই আগামী ১৫ দিনের মধ্যে অন্তর্দলীয় নির্বাচনে যাবে। জনগণ পিটিআইকে বিশাল ম্যান্ডেট দিয়েছে। পিটিআইয়ের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে করা সব মামলার অভিযোগ ভুয়া।

পিটিআই চেয়ারম্যান বলেন, সংরক্ষিত আসন এবং কোন দলের সঙ্গে তাঁদের যোগ দেওয়া উচিত, সে বিষয়ে খুব দ্রুত তাঁরা একটি সিদ্ধান্তে পৌঁছাবেন। তিনি বলেন, যেসব আসনে ফলাফল এখনো স্থগিত হয়ে আছে, সেসব জায়গায় তাঁরা শান্তিপূর্ণ প্রতিবাদ–বিক্ষোভ করবেন।

গহর বলেন, দলের নেতা–কর্মীদের বিক্ষোভ করার অনুরোধ জানানো হয়েছে, তবে সেটা হতে হবে শান্তিপূর্ণ।

আরও পড়ুন