সংসদে বিরোধী দল, অন্য দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত ইমরান

ইমরান খান

পাকিস্তানের অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের জন্য পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রস্তুত রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

গত শুক্রবার তোশাখানা মামলার শুনানির সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ইমরান বলেন, একজন রাজনীতিবিদ হিসেবে তিনি সব সময় সংলাপের জন্য প্রস্তুত। তবে তিনি আরও বলেন, দুর্বল সরকার গঠনের চেয়ে তিনি বিরোধী দল হওয়ার ওপর বেশি গুরুত্ব দেবেন।

আদিয়ালা কারাগারে তোশাখানা ও অন্যান্য দুর্নীতির মামলার শুনানির সময় ইমরান খান দাবি করেন, পার্লামেন্টে তাঁর সরকারের সংখ্যাগরিষ্ঠতা ছিল সামান্যই। এ কারণে সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া তাঁর সরকারের ওপর প্রভাব খাটাতে পেরেছিলেন। তবে ইমরান দাবি করেন, আগামী নির্বাচনে তাঁর দল ব্যাপক ভোটে বিজয়ী হবে। কারণ, ৯০ শতাংশ সেনাসদস্য তাঁর দলের পক্ষে ভোট দেবেন। এবারের নির্বাচনে ইমরান খানের দলকে তাদের প্রতীক ব্যাট দেওয়া হয়নি।

ইমরান খান এবারের নির্বাচনে গোয়েন্দা কর্মকর্তাদের প্রভাবের সমালোচনা করেন। তিনি রাজনীতিতে তাঁদের হস্তক্ষেপের সমালোচনা করে বলেন, এ শক্তিটাই তাঁর বিরুদ্ধে মামলার উসকানিদাতা ছিল।

ইমরান খানের দল এর আগের নির্বাচনে সেনাবাহিনীর পূর্ণ সমর্থন পেয়েছিল—এমন অভিযোগ অস্বীকার করে পিটিআই প্রতিষ্ঠাতা বলেন, ‘আমরা অনেক আসনে সামান্য ব্যবধানে হেরেছিলাম। পিটিআই নির্বাচনে ভোট কারচুপির শিকার হয়েছিল। সরকার ধরে রাখার ক্ষেত্রে আমাদের দুর্বল করে দেওয়া হয়েছিল।’