পাকিস্তানে কারাগারের টয়লেট দিয়ে পালালেন ৩ বন্দী
পাকিস্তানের একটি সাবজেল থেকে তিন বন্দী পালিয়ে গেছেন। বেলুচিস্তান প্রদেশের দুকি শহরে আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এর আগে গত রোববার আজাদ কাশ্মীরের একটি কারাগার থেকে ১৯ কয়েদি পালিয়ে যান। তাঁদের মধ্যে ছয়জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
দুকি পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জলিল আহমেদ মারি বলেন, ওই তিন বন্দী ডাকাতি ও খুনের মতো ঘৃণ্য অপরাধে জড়িত ছিলেন। তাঁরা হলেন আসমাতুল্লাহ, আবদুল কবির ও মোহাম্মাদ সাদিক।
জলিল আহমেদ মারি আরও বলেন, ওই সাবজেলে বিচারাধীন ১৩ বন্দীকে রাখা হয়েছিল। আজ সকালে তাঁরা কারাগার চত্বরে থাকা টয়লেটে যান। এ সময় কৌশলে পালিয়ে যান তাঁরা। তবে তাঁদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান চলছে।
এ ঘটনায় পলাতক তিন বন্দীসহ কারাগারের ওয়ার্ডেন ও দুজন পুলিশ সদস্যের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। তিনজন পুলিশ সদস্য হলেন কারাগারের ওয়ার্ডেন গুল খান, হেড কনস্টেবল আবদুল গনি ও কনস্টেবল ইসমাইল মারি। তাঁদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে।
বেলুচিস্তানের কারা পুলিশ মহাপরিদর্শক এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।