পাকিস্তানে সাবেক প্রধান বিচারপতি গুলিতে নিহত

মুহাম্মদ নূর মেসকানজাই
ছবি: বেলুচিস্তান হাইকোর্টের ওয়েবসাইট থেকে নেওয়া।

পাকিস্তানে সাবেক এক প্রধান বিচারপতি বন্দুক হামলায় নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলুচিস্তানের খারান এলাকায় একটি মসজিদের বাইরে এই হামলার ঘটনা ঘটে। নিহত বিচারপতির নাম মুহাম্মদ নূর মেসকানজাই। তিনি বেলুচিস্তান প্রদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। ২০১৪ সালে তিনি ওই আদালতের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন বলে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়।

খারানের পুলিশ সুপার আসিফ হালিম ডনকে বলেন, অজ্ঞাত হামলাকারীরা মসজিদের বাইরে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এতে মেসকানজাই গুরুতর আহত হন। হামলার পর পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আবদুল কুদুস বাইজেনজো মেসকানজাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেন। তিনি তাঁকে ‘সাহসী ও নির্ভীক বিচারক’ বলে মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধান বিচারপতি হিসেবে তিনি ছিলেন ‘অবিস্মরণীয়’। শান্তি শৃঙ্খলার শত্রুদের কাপুরুষোচিত হামলা জাতিকে ভয় দেখাতে পারবে না।

এদিকে কোয়েটা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আজমল খান কাকার এই ঘটনার নিন্দা জানিয়ে তিন দিনের শোক পালনের পাশাপাশি আদালত বয়কটের ঘোষণা দিয়েছেন। এক বিবৃতিতে তিনি মেসকানজাই হত্যার তীব্র নিন্দা করে বলেন, ‘সাবেক বিচারপতির শাহাদাতে প্রত্যেক নাগরিক গভীরভাবে শোকাহত। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।’