পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক, কী কথা হলো

সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে দুই দেশের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দিয়েছে ইরান ও পাকিস্তান। সফররত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরের মধ্যে বৈঠকে বিষয়টির ওপর জোর দেওয়া হয়। গতকাল মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

সামরিক বাহিনীর গণমাধ্যম শাখার পক্ষ থেকে বলা হয়, বৈঠকে পাকিস্তান-ইরান সীমান্তকে ‘শান্তি ও বন্ধুত্বের সীমান্ত’ হিসেবে অভিহিত করেন সেনাপ্রধান আসিম মুনির।

দুই প্রতিবেশী দেশের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক যাতে সন্ত্রাসীরা নষ্ট করতে না পারে, সে জন্য তাদের প্রতিহত করতে সীমান্তে দুই দেশের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেন তিনি।

বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষই আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য যৌথ প্রচেষ্টা চালিয়ে যেতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছে।

বৈঠকে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেন, এর মধ্য দিয়েই দুই দেশের পাশাপাশি এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা অর্জন করতে পারে তেহরান ও ইসলামাবাদ।