উপনির্বাচনে ইমরান খানের রেকর্ড জয়

ইমরান খান
ছবি: রয়টার্স ফাইল ছবি

পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পিটিআই চেয়ারম্যান জাতীয় পরিষদের সাতটি আসনের উপনির্বাচনে দাঁড়িয়ে  ছয়টি আসনেই জয় পেয়েছেন। ২০১৮ সালের নির্বাচনে তিনি জিতেছিলেন পাঁচটি আসন। এবার জাতীয় পরিষদের মোট আটটি আসনে উপনির্বাচন হয়।

জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার এনএ-২২ মারদান-৩, এনএ-২৪ চরসাদ্দাদ্বিতীয়, এনএ-৩১ পেশোয়ার-৫, এনএ-১০৮ ফয়সালাবাদ-৮, এনএ-১১৮ নানকানা সাহিব-২, এনএ-১৫৭ মুলতানে-৪, এনএ-২৩৭ মালির-২, এনএ-২৩৯ কোরাঙ্গি করাচি-১ আসনে জাতীয় পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ইমরান খান একাই মোট সাতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মালির আসন বাদে বাকি ছয়টিতেই জয় পান তিনি। ওই আসনে পিপিপির হাকিম বেলুচের কাছে হেরে যান ইমরান। আর মুলতানের আসনেও হেরে যায় ইমরানের দল। ওই আসনে পিটিআই-এর ভাই চেয়ারম্যানের মেয়ে বানু কোরেশিকে প্রার্থী করা হয়েছিল।

ইমরান খানের আগে পিপিপির প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টো একসঙ্গে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সে সময় ভুট্টো চারটি আসনে বিজয়ী হয়েছিলেন, একটিতে হেরেছেন।

গত এপ্রিলে জাতীয় পরিষদের অধিবেশনে তাঁর বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাবে হেরে গিয়ে  প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর পিটিআই সংসদ সদস্যদের পদত্যাগের পরে শূন্য হয়ে যাওয়া জাতীয় পরিষদের আসনগুলোতে এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়।