পাকিস্তানে ‘জঙ্গিবিরোধী’ অভিযানে ১৮ সেনাসহ নিহত ৪১

জঙ্গিদের দেওয়া আগুনে পোড়া ভবন দেখছেন স্থানীয় বাসিন্দারা। আজ বেলুচিস্তানের কালাত জেলায়ছবি: এএফপি

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জঙ্গিবিরোধী অভিযানে দেশটির আধা সামরিক বাহিনীর ১৮ সদস্যসহ ৪১ জন নিহত হয়েছেন। গত শুক্রবার মধ্যরাতে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আজ শনিবার আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বেলুচিস্তানের হারনাই জেলায় এক অভিযানে ১১ জঙ্গি নিহত হয়েছেন। এ ছাড়া কালাত জেলায় পৃথক এক অভিযানে নিহত হয়েছেন ১২ জঙ্গি। এসব অভিযানের সময় জঙ্গিদের হামলায় আধা সামরিক বাহিনীর ১৮ সদস্য নিহত হন।

আইএসপিআর বলছে, জঙ্গিরা সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে প্রথমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পরে আধা সামরিক বাহিনীর সদস্যরা সেখানে গেলে জঙ্গিরা তাঁদের ওপর হামলা চালায়। তবে হতাহত জঙ্গিরা কোন জঙ্গিগোষ্ঠীর সদস্য, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, বেলুচিস্তান খনিজ সম্পদে সমৃদ্ধ পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের একটি প্রদেশ। ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী এই প্রদেশে স্বায়ত্তশাসনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে স্থানীয় জাতিগত বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী। প্রায়ই সেখানে সামরিক, আধা সামরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটে।

গত বছরের আগস্টে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা একযোগে থানা, রেলপথ ও মহাসড়কে হামলা চালায়। এতে অন্তত ৭৩ জন নিহত হন। এরপর জঙ্গিবিরোধী অভিযান জোরদার করে নিরাপত্তা বাহিনী।