২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

স্ট্রেচারে ইমরান খানের যে ছবি ছড়িয়েছে, তা ২০১৪ সালের: ডন

লংমার্চে সন্ত্রাসী হামলায় ইমরান খান গুলিবিদ্ধ হওয়ার পর তাঁর এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। ওই ছবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খানকে স্ট্রেচারে শোয়া অবস্থায় দেখা যাচ্ছে।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের ওই ছবি ২০১৪ সালের। ওই বছর ১৭ আগস্ট ইমরান খান নিজেই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন।

আজ বৃহস্পতিবার দুপুরে পাঞ্জাবের ওয়াজিরাবাদে ইমরান খানের লংমার্চের বহরে ঢুকে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এতে ইমরান খানসহ দলটির বেশ কয়েকজন নেতা–কর্মী আহত হয়েছেন। ইমরানের পায়ে তিন–চারটি গুলি লেগেছে বলে তাঁর দলের নেতারা জানিয়েছেন।

গুলিবিদ্ধ ইমরান খানকে লাহোরের শওকত খানুম হাসপাতালে নেওয়া হয়েছে বলে পাকিস্তানভিত্তিক জিও নিউজ জানিয়েছে।

পাকিস্তানে আগাম নির্বাচনের দাবিতে করাচি থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশে লংমার্চ করছেন ইমরান খান। লংমার্চে কনটেইনার ব্যবহার করে বিশেষ গাড়ি তৈরি করা হয়েছে। এ গাড়িতে যাত্রা করছিলেন ইমরান খান। লংমার্চ আজ পাঞ্জাবের ওয়াজিরাবাদ এলাকায় পৌঁছালে ইমরানের ওপর এই হামলা হয়। পিটিআই নেতারা বলছেন, ইমরান খানকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে।

হামলার সময় ইমরান খানের পাশে থাকা ইমরান ইসমাইল নামের পিটিআইয়ের এক নেতা বলেছেন, বন্দুকধারী কনটেইনারের সামনে এসে গুলি করেন। তাঁর হাতে থাকা একে-৪৭ রাইফেল দিয়ে গুলি চালানো হয়। হামলায় পিটিআই নেতা ফয়সাল জাভেদও আহত হয়েছেন।