পাকিস্তানে বোমা হামলায় পোলিও সুরক্ষা দলের ৫ পুলিশ নিহত

বোমা হামলার ঘটনাটি ঘটে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাজাউর জেলায়। ৮ জানুয়ারিছবি: এএফপি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আজ সোমবার এক বোমা হামলায় পুলিশের অন্তত পাঁচ সদস্য নিহত হয়েছেন। পোলিও টিকাদান কর্মীদের নিরাপত্তায় তাঁরা নিযুক্ত ছিলেন। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

বোমা হামলার ঘটনাটি ঘটে দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাজাউর জেলার মামুন্দ এলাকায়। এলাকাটি আফগানিস্তান সীমান্ত থেকে প্রায় ১৪ কিলোমিটার (৯ মাইল) দূরে অবস্থিত।

বাজাউর জেলার জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা আনোয়ার-উল-হক বার্তা সংস্থা এএফপিকে বলেন, পুলিশের একটি ট্রাককে নিশানা করে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে এই হামলা চালানো হয়। ট্রাকটিতে পুলিশের প্রায় ২৫ জন সদস্য ছিলেন। তাঁরা পোলিও টিকাদান কর্মীদের নিরাপত্তাসহ এ-সংক্রান্ত কাজে নিয়োজিত ছিলেন।

আনোয়ার-উল-হক বলেন, এই হামলায় পুলিশের অন্তত পাঁচ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন।

প্রাণহানির এই সংখ্যার সত্যতা জেলাটির জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা কাশিফ জুলফিকারও নিশ্চিত করেছেন।

হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। টিটিপিসহ পাকিস্তানের অন্য জঙ্গিরা অতীতে অনেক পোলিও টিকাদান কর্মীসহ তাঁদের নিরাপত্তা কাজে নিযুক্ত ব্যক্তিদের হত্যা করেছে।

পাকিস্তান ও আফগানিস্তানে এখনো স্থানীয় রোগ হিসেবে পোলিওর উপস্থিতি রয়েছে। ভাইরাসজনিত এই রোগে স্থায়ী পক্ষাঘাত হতে পারে।