১৯৭১ নিয়ে টুইট অনুমোদনের কথা স্বীকার ইমরানের

ইমরান খানফাইল ছবি

পাকিস্তানের বর্তমান পরিস্থিতিকে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধকালীন পরিস্থিতির সঙ্গে তুলনা করে টুইটের বিষয়টি অনুমোদন দেওয়ার কথা স্বীকার করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

তবে তাঁর এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) ওই টুইটের সঙ্গে যে ভিডিও পোস্ট করা হয়েছে, সে সম্পর্কে তিনি কিছু জানেন না বলে দাবি করেছেন। ইমরান বলেন, ওই ভিডিওর বিষয়বস্তু কী, তা তিনি জানেন না বলে এ বিষয়ে মন্তব্য করবেন না। 

গত শুক্রবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে এক শুনানির সময় সাংবাদিকদের ইমরান খান এ কথা বলেন। ইমরান খানের বিরুদ্ধে তোশাখানা দুর্নীতির মামলার শুনানি চলছে। 

গত ২৬ মে ইমরান খানের এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিওসহ টুইট পোস্ট করা হয়। ওই পোস্টে তিনি পাকিস্তানের জনগণকে হামদুর রহমান কমিশনের প্রতিবেদন পড়ে দেখার অনুরোধ করেন। 

ইমরান খান এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন কি না, জানতে চাইলে তিনি নেতিবাচক জবাব দেন। তিনি বলেন, প্রক্সি বা ছায়া কারও সঙ্গে আলোচনা করার পরিবর্তে প্রকৃত ক্ষমতাধারীদের সঙ্গে আলোচনা করতে পছন্দ করেন তিনি।