ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানে নিহত সেনাসদস্যের সংখ্যা বেড়ে ১৩: আইএসপিআর

পাকিস্তানিয়ন্ত্রিত কাশ্মীরের বাহওয়ালপুরে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ব্যক্তিদের জানাজায় অংশ নিচ্ছেন স্থানীয় লোকজন, বুধবার ভোরেছবি: রয়টার্স

ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানে নিহত সেনাসদস্যের সংখ্যা বেড়ে ১৩ জন হয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, ভারতের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘর্ষে দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ সেনাসদস্যের সংখ্যা বেড়ে ১৩ জন হয়েছে।

আইএসপিআর বলেছে, ‘২০২৫ সালের ৬ থেকে ৭ মে রাতের মধ্যে ভারতীয় সশস্ত্র বাহিনী যে নির্লজ্জ ও কাপুরুষোচিত আগ্রাসন চালায়, তাতে নারী, শিশু, বৃদ্ধসহ নিরীহ বেসামরিক নাগরিক লক্ষ্যবস্তু হয়েছেন।’ সংস্থাটি আরও জানায়, ভারত সম্পূর্ণ বিনা উসকানিতে পাকিস্তানের ছয়টি ভিন্ন স্থানে এই আগ্রাসন চালায়।

বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে, ‘মাতৃভূমি রক্ষায় অতুলনীয় সাহস ও অটল প্রত্যয়ে লড়াই করতে গিয়ে বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই বীর সন্তান শাহাদত বরণ করেছেন। এর ফলে পাকিস্তান সশস্ত্র বাহিনীর মোট শহীদ সদস্যের সংখ্যা ১৩ জনে দাঁড়াল।’

সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আরও জানায়, ‘দায়িত্ব পালনের সময় এখন পর্যন্ত ৭৮ জন সেনাসদস্য আহত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আইএসপিআর আরও জানায়, ‘আজ যাঁরা শহীদ হয়েছেন, তাঁরা হলেন পাকিস্তান সেনাবাহিনীর হাবিলদার মোহাম্মদ নবীদ শহীদ এবং পাকিস্তান বিমানবাহিনীর সিনিয়র টেকনিশিয়ান মোহাম্মদ আয়াজ শহীদ।’

তাঁদের মহৎ আত্মত্যাগ, সাহস ও কর্তব্যপরায়ণতা অটল দেশপ্রেমের চিরন্তন সাক্ষ্য হয়ে থাকবে উল্লেখ করে পাকিস্তান সশস্ত্র বাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতির সম্মিলিত স্মৃতিতে এই আত্মবিসর্জন চিরকাল অম্লান হয়ে থাকবে এবং আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা জোগাবে।’

আরও পড়ুন