‘সমঝোতায়’ দেশ ছাড়ার গুঞ্জন, ভিত্তিহীন বললেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
ফাইল ছবি: এএফপি

কারাবন্দী ইমরান খান ক্ষমতাসীনদের সঙ্গে সমঝোতা করে বিদেশে পাড়ি জমাচ্ছেন বলে গুঞ্জন উঠেছিল। তবে এমন গুঞ্জনকে ‘ভিত্তিহীন’ বলেছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে আইনজীবীকে তিনি বলেছেন, মুক্তির ব্যাপারে সমঝোতা হয়নি। কখনোই দেশ ছেড়ে যাবেন না।

দুর্নীতির মামলায় ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বর্তমানে তিনি পাঞ্জাবের একটি কারাগারে আছেন। গতকাল শনিবার কারাগারে ইমরানের সঙ্গে দেখা করতে যান তাঁর আইনজীবী সোয়াইব শাহীন। সেখানেই ইমরান তাঁর আইনজীবী শাহীনকে এসব কথা বলেন।

কারাগারের বাইরে সোয়াইব শাহীন সাংবাদিকদের বলেন, ক্ষমতাসীনদের সঙ্গে সমঝোতার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ইমরান খান। তিনি বলেছেন, তাঁর জনপ্রিয়তা ক্ষুণ্ন করার জন্য এ ধরনের ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে। বিদেশে তাঁর কোনো সম্পদ বা ব্যাংক হিসাব নেই বলেও জানান।

একই সঙ্গে যত দ্রুত সম্ভব অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন ইমরান খান। তিনি বলেছেন, পাকিস্তানে রাজনৈতিক ও অর্থনৈতিক সব সমস্যার মূলে নির্বাচন। নির্বাচন হলে ক্ষমতাসীন পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলন (পিডিএম) জোট সরকারের সব ব্যর্থতার অবসান হবে।

আইনজীবীর মাধ্যমে দেশের মানুষের প্রতি বার্তা দিয়েছেন ইমরান খান। দেশের মানুষের জন্য চিন্তিত জানিয়ে ইমরান খান বলেছেন, অধিকার আদায়ে দেশের মানুষকে শক্ত অবস্থান নিতে হবে। ক্ষমতার কাছে কখনো যেন মাথা নত না করে, সবার প্রতি সেই আহ্বানও জানিয়েছেন তিনি।

সোয়াইব শাহীন জানান, ইমরান খানের বিরুদ্ধে সব মিলিয়ে ১৮০টি মামলা হয়েছে। বেশির ভাগ মামলায় জামিন পেয়েছেন তিনি। আর বাকি মামলাগুলোতে অবিলম্বে জামিন আবেদন করা হবে।

জামিন শুনানি পেছাল

এদিকে ইসলামাবাদে একটি বিশেষ আদালত পিটিআই চেয়ারম্যান ইমরান খান ও ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশির করা গ্রেপ্তার–পরবর্তী জামিন আবেদনের শুনানির দিন পিছিয়ে দিয়েছেন। একটি কূটনৈতিক তারবার্তা ফাঁসের ঘটনায় রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে এ মামলা হয়েছে।