পাকিস্তানে মার্চে তুষারপাত, বিস্মিত বিশেষজ্ঞরা

পাকিস্তানের একটি এলাকায় জমা তুষার সরাচ্ছে শিশুরাছবি: এএফপি

পাকিস্তানের প্রত্যন্ত এলাকায় বৃষ্টি ও আকস্মিক তুষারপাতে কমপক্ষে ৩৫ জন মারা গেছেন। সপ্তাহান্তে দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলে চরম এই আবহাওয়া দেখা দিয়েছে।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২২ শিশুও রয়েছে। তাদের বেশির ভাগই ভূমিধসে বাড়িঘরের নিচে চাপা পড়ে মারা যায়। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বৈরী এই আবহাওয়ায় রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে বিশেষজ্ঞরা এ সময় তুষারপাতের ঘটনায় বিস্মিত হয়েছেন। সাধারণত পাকিস্তানে মার্চে তেমন শীত পড়ে না।

দেশটির আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক মুশতাক আলী শাহ এই অস্বাভাবিক পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন।

মুশতাক আলী বলেন, হালকা শিলাবৃষ্টি কিছু সময়ের জন্য স্থায়ী হলে অবাক হওয়ার কিছু নেই। তবে ৩০ মিনিটের বেশি সময় ধরে চলতে থাকাটা অস্বাভাবিক।

মুশতাক আলী আরও বলেন, ‘আমরা এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাচ্ছি না। সম্ভবত বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জেরে এমন ঘটনা ঘটেছে।’